25 December 2017

নিজস্ব প্রযুক্তিতে উভচর বিমান তৈরি করে সফল চীন

স্বদেশবার্তা ডেস্কঃ বিশ্বকে অবাক করে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে চীন। সেই সাথে এ উন্নতিকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে বেইজিং। তারই জের ধরে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশাল আকারের উভচর বিমান এজি ৬০০ রবিবার তার প্রথম যাত্রা সফলভাবে সম্পন্ন করেছে।

বিমানটির প্রস্ততকারক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিআইসি) জানায়, বিমানটির কাঠামো ৩৯ দশমিক ৬ মিটার দীর্ঘ এবং এটির পাখার দৈর্ঘ ৩৮ দশমিক ৮ মিটার। বিমানটি সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৫৩ দশমিক ৫ টন। এটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৫শকিলোমিটার গতিতে চলতে পারে।

বিমানটি একটানা ১২ ঘণ্টা উড়তে সক্ষম। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান বলে ধারণা করা হচ্ছে। চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম উভচর এই বিমানের প্রধান ডিজাইনার হুয়াং লিংকাই বলেন, ‘এ ধরণের বিমান তৈরির ক্ষেত্রে চীনের একটি একটি বড় সফলতা। কেননা, বিশ্বের হাতে গণা মাত্র কয়েকটি দেশের এ ধরণের বিশাল আকারের উভচর বিমান তৈরির সক্ষমতা রয়েছে।

জানা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে বিমানটি এ যাত্রা সম্পন্ন করে। এ ব্যাপারে খবরে বলা হয়, স্থানীয় সময় ৯ টা ৩৯ মিনিটে বিমান এজি৬০০ ঝুহাই নগরীর জিনওয়ান সিভিল অ্যাভিয়েশন এয়ারপোর্ট থেকে সফলভাবে উড্ডয়ন করে। পরে কুনলংকোড নামের এ বিমান প্রায় এক ঘণ্টা ধরে আকাশে উড়ে।


শেয়ার করুন

0 facebook: