স্বদেশবার্তা ডেস্কঃ মুহম্মদ
নাইমুল ইসলাম সৈকত আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গেলো বছরের ২৬ ডিসেম্বর
থেকে নিখোঁজ থাকা সৈকতকে রোববার চট্টগ্রামের হাটহাজারী থেকে উদ্ধার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আবদুর রশিদ
জানান, বিভিন্ন তথ্য-প্রযুক্তির মাধ্যমে সৈকতের অবস্থান শনাক্ত করে
গেলো ৩১ ডিসেম্বর চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার কাচারীপাড়া থেকে তাকে উদ্ধার
করা হয়।
চট্টগ্রাম
থেকে উদ্ধারের পর তাকে ঢাকায় নিয়ে আসা হয়। আদালত সৈকতের জবানবন্দি রেকর্ড করে তার স্ত্রীর কাছে তাকে বুঝিয়ে
দিতে বলেন। আমরা সেভাবেই তাকে বুঝিয়ে দিয়েছি। তিনি আরো জানান, সৈকত ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখার একজন ব্রাঞ্চ সেলস অ্যান্ড
সার্ভিস অফিসার। তিনি ব্র্যাক ব্যাংক থেকে প্রায় দুই কোটি টাকা নিয়ে মানুষের
কাছে সুদে লাগান। এই টাকা মানুষের কাছ থেকে উদ্ধার করতে না পেরে তিনি চট্টগ্রামে
আত্মগোপনে ছিলেন।
গেলো
২৬ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখা থেকে নিকেতনে অনিক টাওয়ারে ব্যাংকটির সদর
দপ্তরে যাবার কথা বলে বের হন সৈকত। এই ব্যাপারে স্ত্রীর সঙ্গেও মোবাইল ফোনে কথা বলেন তিনি। এরপর সৈকতের কোনো সন্ধান
না পেয়ে তার স্ত্রী তেজগাঁও
শিল্পাঞ্চল থানায় গেলো ২৭ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি(জিডি) করেন।
0 facebook: