08 January 2018

সিলেটের টিলাগড়ে নিহত ছাত্রলীগ কর্মী তানিমের জানাযা, দাফন সম্পন্ন!

সিলেট প্রতিনিধিঃ সিলেটের টিলাগড়ে নিজ দলের ক্যাডারদের হাতে খুন হওয়া ছাত্রলীগ কর্মী ওসমানীনগরে তানিম খানের লাশ দাফন সম্পন্ন হয়েছে

সোমবার বিকাল সাড়ে ৪টায় বরুঙ্গা ইকবাল আহমেদ স্কুল এন্ড কলেজে তানিমের নামাজের জানাজা শেষে বুরুঙ্গা পঞ্চায়েত কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়তাঁর মৃত্যুতে ওসমানীনগর উপজেলার বরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে এসেছেবাড়িতে চলছে শোকের মাতম

৬ ভাই ও ৩ বোনের মধ্যে তানিম খান সবার ছোটতাঁর পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ততানিমের বাবা ইসরাঈল খান বুরুঙ্গা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বড় ভাই নুরুল ইসলাম বাবলু বুরুঙ্গা ছাত্রলীগের সাধারণ সম্পাদকতানিমের মৃত্যুতে পরিবারের লোকজন শোকে কাতর হয়ে পড়েছেন

উল্লেখ্য, রোববার রাত পৌণে নয়টার দিকে টিলাগড় পয়েন্টে দাড়িয়ে ছিলো তানিমএই সময় হঠাৎ করে এসে তাকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ আজাদ গ্রুপের অনুসারীরাগুরুতর আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেনসিলেট সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র তানিম টিলাগড় এলাকায় ছাত্রলীগের রঞ্জিত গ্রুপের সক্রিয় কর্মী ছিলেনতিনি সিলেটের টিলাগড়ে একটি মেসে থেকে লেখা পড়া করতেন


শেয়ার করুন

0 facebook: