স্বদেশবার্তা ডেস্কঃ পাসপোর্ট রি-ইস্যু করতে বা
আপনার পাসপোর্ট এ কোন ভুল থাকলে তা সংশোধন করতে বা কোন তথ্য এবং ছবি ও স্বাক্ষর
পরিবর্তন করতে হলে আবেদন ফরমের সঠিক স্থানে লিখতে হবে। ছবিতে প্রদর্শিত ফরমটি পূরণ করে নিম্নলিখিত ঠিকানায় জমা দিতে হবে।
www.passport.gov.bd তে বিনামূল্যে ফরম পাওয়া
যাবে এবং বিস্তারিত জানা যাবে।
আবেদন ফরমের সাথে যে
তথ্যাদি অবশ্যই দিতে হবে:
১। পুরাতন পাসপোর্ট এর ফটোকপি,(জমা দেওয়ার সময় মূল পাসপোর্ট দেখাতে হবে।),
২। তথ্য পরিবর্তনের স্বপক্ষে কাগজপত্র,
৩। ছবি ও স্বাক্ষর পরিবর্তনের জন্য নিজে উপস্থিত,
৪। নাম ও জন্ম তারিখ পরিবর্তনের জন্য শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র এবং
জন্মনিবন্ধন এর কপি।
৫। ভিসার কপি,(কর্মী /ছাত্র/প্রফেশনাল প্রমাণের জন্য কারণ এর সাথে ফি এর পরিমান জড়িত)।
ফি: কর্মী ও ছাত্র হলে ১১৬ রিংগিত
মে ব্যাংকের যে কোন শাখায় 564427102268 হিসাব নং এ জমা দিয়ে হলুদ স্লিপ সংগে দিতে হবে। (কর্মী ও ছাত্র না হলে ৩৮৫ রিঙ্গিত জমা দিতে হবে।)
সাবধান: আবেদন ফি ছাড়া
অন্যকোন খরচ নাই।
ঠিকানা: ১। ১৬৬ জালান বেসার, আমপাং,
কুয়ালালামপুর ; ২। অগ্রণী রেমিটেন্স হাউজ, জহুর বারু, সিটি স্কয়ার ব্রাঞ্চ (প্রতিমাসের ৩য় সপ্তাহের শনি ও রবিবার), ৩। অগ্রণী রেমিটেন্স হাউজ, কাসিফা হাইজ, বিশপ স্ট্রিট, পুলাউ পেনাং (প্রতিমাসের ১ ম সপ্তাহের শনি ও রবিবার), অথবা ৪। আগে থেকেই জানিয়ে দেয়া ঠিকানায়।
ব্যংকের নির্দিষ্ট একাউন্ট
ছাড়া কোন নগদ রিংগিত/টাকা জমা নেওয়া হয় না। দালাল নয় সরাসরি নিজে আসুন। নিজের কাজ নিজেই করুন।
খবর বিভাগঃ
তথ্য ও প্রযুক্তি
প্রবাস জীবন
0 facebook: