12 January 2018

জাপানি গডফাদারের আকর্ষণীয় ট্যাটুই হলো তার কাল

স্বদেশবার্তা ডেস্কঃ সিজিহারু সায়রাইতার শরীরে রয়েছে নানা ধরনের মনকাড়া সব ট্যাটুকিন্তু সেই ট্যাটুই তার জন্য কাল হলোদীর্ঘ ১৫ বছর গোপন রেখেও আর ঢেকে রাখতে পারলেন না তিনিকীভাবে যেনো ফেসবুকে তার সেই ট্যাটুর একটি ছবি ছড়িয়ে পড়েএকসময় তা ভাইরালও হয়ফলে মুহূর্তেই তার জীবনে নেমে আসে অন্ধকার জেলের ছায়া! ভাবছেন ট্যাটুর জন্য জেল? আসলে ঘটনা ট্যাটু না, তিনি একজন খুনের মামলার আসামীশুধু তাই নয়, তিনি জাপানের সন্ত্রসী গোষ্ঠী ইয়াকুজার প্রধানওযাকে ফেসবুকে দেখে চিহিৃত করেছে জাপানের পুলিশযিনি শাস্তি থেকে বাঁচতে আজ থেকে ১৩ বছর আগে জাপান থেকে থাইল্যান্ডে পালিয়ে এসেছিলেনখবর বিবিসি

বিসিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৭৪ বছর বয়সী ইয়াকুজার নেতা সিজিহাকে চেনেন না এমন একজন থাইল্যান্ডের নাগরিক তার ট্যাটুর সৌন্দর্যে বিমোহিত হনপরে তিনি সেই ট্যাটুর একটি ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেনছবিতে দেখা যায় তার শরীরে নানা শৈল্পিকভাবে ট্যাটু আঁকাতিনি রাস্তার পাশে বোর্ড গেম খেলছেন ছবিতে আরও দেখা যায়, তার একটি হাতের ছোট একটা আঙুল নেইযেটা তিনি ইয়াকুজার সদস্যদের সঙ্গেই এক সংঘর্ষে হারিয়ে ফেলেনফলে মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হওয়ার পর জাপানি পুলিশের নজরে আসেতারা চিনতে পারেন এটাই সেই সন্ত্রাসী নেতা যাকে তারা ১৫ বছর ধরে খুঁজছেনএরপর তারা থাইল্যান্ড কর্তৃপক্ষের সাথে তাকে গ্রেফতার করার জন্য যোগাযোগ করেন

থাইল্যান্ডের পুলিশ তাকে ভিসা না থাকার অভিযোগে ব্যাংককের লোপবুরি শহর থেকে আটক করেবর্তমানে তার বিরুদ্ধে দেশে হত্যার অভিযোগ থাকায় জাপানের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছেথাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি ইয়াকুজারের সদস্য হওয়ার কথা স্বীকার করেছেনতবে তিনি যে ২০০৩ সালে এক ব্যক্তিকে হত্যা করেছেন সেটা অস্বীকার করেছেন২০০৫ সালে তিনি জাপান থেকে থাইল্যান্ডে পালিয়ে আসেন
অপরাধ জগতের মাফিয়া দল ইয়াকুজা গ্যাং কয়েক শতাব্দী থেকে জাপানি সমাজে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেদলটিতে আনুমানিক ৬০ হাজার সদস্য রয়েছে বলে ধারণা করা হয়! যদিও দলটি নিজেদেরকে অবৈধ মনে করে না

জাপানি পুলিশ এবং গণমাধ্যম তাদেরকে বোরিওকুডাং বলে ডাকেযার অর্থ অরাজগতার দলঅন্যদিকে ইয়াকুজারা নিজেদেরকে নিনকিইও দান্তাই নামে পরিচয় দেয়; যার অর্থ সৌজন্যময় বা শালীন সংগঠনঅবৈধভাবে জুয়া, পতিতাবৃত্তি ও মাদক কেনা বেচার মাধ্যমে অর্থ উপার্জন করাই তাদের মূল লক্ষ্য


শেয়ার করুন

0 facebook: