13 January 2018

ডিএনসিসির মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত প্রার্থী সেলিম উদ্দীন! পেরেশানিতে প্রতিদ্বন্দ্বীরা


স্টাফ রিপোর্টারঃ বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল এখনো মাঠে নামেননি ঢাকার উত্তর সিটি করপোরেশন নির্বাচনে। তবে জামায়াতের মেয়র পদপ্রার্থী মুহম্মদ সেলিম উদ্দিন আনঅফিসিয়ালি উনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে দলের নেতা-কর্মীদের সঙ্গে পাড়ায় পাড়ায় ঘরোয়া বৈঠক করছেন। গতকাল তিনি মিরপুরের পল্লবী ও উত্তরায় কর্মিসংযোগ করেন।

যদিও সেলিম উদ্দীন বেশ কিছু মামলায় আদালত থেকে জামিন প্রাপ্ত। সে কারণে তাকে খানিকটা পুলিশ প্রশাসন কে এড়িয়ে উনার কাজ করতে হচ্ছে। আর এটি তিনি বেশ সফল ভাবেই করছেন।

আর এরই অংশ হিসেবে গতকাল নির্বাচন কমিশন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী সেলিম উদ্দিনের পক্ষে ভোটার তালিকার সিডি সংগ্রহ করা হয়েছে ভিন্ন এক মাধ্যম ধারা। গোলাম কিবরিয়া নামের একজন আইনজীবী কমিশন থেকে এই তালিকা সংগ্রহ করেন।

জানা গেছে, আজ শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করবে। এর আগে ২০-দলীয় জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যাঁকে প্রার্থী করবেন, শরিক দলগুলো তাঁর সমর্থনে কাজ করবে। কিন্তু সেই বৈঠকের আগেই জামায়াতে ইসলাম মেয়র পদে তাদের দলের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনকে প্রার্থী হিসেবে মনোনীত করে।

জামায়াতের দায়িত্বশীল একটি সূত্র জানায়, নির্বাচনের লক্ষ্যেই তারা প্রার্থী দিয়েছেন। তবে জোটের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চিন্তাও আছে তাদের। সে ক্ষেত্রে কয়েকটি ওয়ার্ডে জামায়াতকে কাউন্সিলর পদে ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে।


শেয়ার করুন

0 facebook: