20 January 2018

সরকারের বিরোধিতা করায় মিয়ানমারে উগ্রপন্হী বৌদ্ধ এমপি গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্কঃ সরকারের বিরুদ্ধে নিজ সাম্প্রদায়কে উত্তেজিত করে উস্কে দেয়ার অভিযোগে রাখাইনের এক উগ্রপন্হী বৌদ্ধ এমপিকে গ্রেপ্তার করেছে মিয়ানমার পুলিশ। রাষ্ট্রীয় গণমাধ্যম ও তার দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি বরাতে জানা যায়, গত মঙ্গলবার পুলিশের সঙ্গে রাখাইন জংগী বৌদ্ধদের রক্তক্ষয়ী সংঘর্ষে সাত রাখাইন বৌদ্ধ জংগী নিহত ও ১৩ জন আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ড. আয়ে মাউংকে গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলো জানিয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষের এমপি আয়ে মাউং গত সোমবার সরকারের উদ্দেশ্যে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। বক্তব্যে জাতীয়তাবাদী এই রাজনীতিবিদ বলেন, ‘সরকার রাখাইনদের কৃতদাসমনে করে। সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের সময় এখনই। এ বক্তব্যে মাউংয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেয়ার মামলা দায়ের করা হয়।


শেয়ার করুন

0 facebook: