ছবিঃ আহমদ শফি, কপিরাইট; প্রেস বাংলা এজেন্সি। |
স্টাফ রিপোর্টার।। আপনারা শিরক বেদআত থেকে দূরে থাকবেন। ঈদে মিলাদুন্নবীর(নবীর জন্মদিন) মতো জঘন্য বিদআতে লিপ্ত হবেন না। কারণ বেদআত করলে তওবা নসীব হয় না। হিংসা করবেন না। সুদ-ঘুষ খাবেন না। চুরি-ডাকাতি করবেন না। জিনা ব্যভিচার করবেন না। মসজিদ-মাদরাসা ও আলেম সমাজকে মুহাব্বত করবেন। তাদের পরামর্শে জীবন পরিচালনা করবে।
উত্তর চট্টলার আল আমিন সংস্থার ৩দিনব্যাপি তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসে শুক্রবার(২৯ নভেম্বর) প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শাহ আহমদ শফী একথা বলেছে।
মুহম্মদ আহসান উল্লাহ ও ইবরাহিম খলিল সিকদারের যৌথ সঞ্চালনায় মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শেখ আহমদ, মাওলানা ইদরীস ও মাওলানা আনাস মাদানীর ধারাবাহিক সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসীর মাহফিলের সমাপনী দিবস অনুষ্ঠিত হয়।
ছবি কপিরাইটঃ প্রেস বাংলা এজেন্সি। |
খবর বিভাগঃ
কওমী সমাচার
ধর্ম ও জীবন
ধর্মীয় বিদ্বেষ
Exciting world class learning apps in bd like never before..
ReplyDeletevisit us to the link
https://exampreparation.study