স্বদেশবার্তা ডেস্কঃ বেসরকারি প্রতিষ্ঠান
আদ-দ্বীন বিনামূল্যে বছরে ১০ হাজার
মানুষের চোখে ছানি অপারেনের মাধ্যমে দৃষ্টি ফেরানোর প্রত্যয় নিয়ে অপারেশন ক্যাম্প
শুরু করেছে। শুক্রবার যশোর জেলার মনিরামপুরের বোয়ালিয়াঘাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে
এ ক্যাম্পের উদ্বোধন করেন এমআরএ (মাইক্রোকেটিডট রেগুলেটরি অথরিটি) এর এক্সিকিউটিভ
ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী। এসময় উপস্থিত ছিলেন, আদ-দ্বীন’র নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজললুল হক, ভাইস চেয়ারম্যান অধ্যাপক
আবেদ আলী, চক্ষু চিকিৎসক ডা. মিনহাজুর রহমানসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
অনুষ্ঠানে আদদ্বীনের
নির্বাহী পরিচালক ডা. মহিউদ্দিন জানান,
আদ-দ্বীন মানবতার সেবায় কাজ করছে। এ দেশের বহু মানুষ আছে যারা অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারেনা। তারা অন্ধ হয়ে যাচ্ছেন। আদ-দ্বীন তাদের চেখে আলো ফেরাতে চায়। সে লক্ষ্যেই কাজ করছেন এর সাথে জড়িত সবাই। অনুষ্ঠানে ৭০ জনের চোখে ছানি অপারেশনসহ শীতার্থদের মাঝে ৪০টি লেপ বিতরণ করা
হয়। তিনি বলেন, তার প্রতিষ্ঠানের প্রায়
সাড়ে ৫ হাজার কর্মচারি তাদের ৬ দিনের বেতন দিয়েছেন আর্তমানবতার সেবায়। এর পাশাপাশি প্রতিষ্ঠানের অর্থায়নে প্রতিবছর ১০
হাজার মানুষের দৃষ্টি শক্তি ফেরাতে কাজ করা হচ্ছে। এ কাজকে এগিয়ে নিতে তিনি অনুষ্ঠানের প্রধান অতিথির সদয় সহায়তা কামনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি
অমলেন্দু মুখার্জি আদ-দ্বীনের মানবসেবার কথা উল্লেখ করে বলেন, দেশের ৭৯৮টি এনজিওর মধ্যে
আদ-দ্বীন রয়েছে শীর্ষ ৫০ এর মধ্যে। এর মধ্যে স্বচ্ছতার মধ্যে আদ-দ্বীন রয়েছে শীর্ষে। আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। এর বাইরে মানবতার সেবায় আদ-দ্বীন যে ভুমিকা পালন
করছে তা সত্যিই প্রশংসনীয়।
এদিকে চক্ষুশিবির শেষে যশোর
শহরতলীর পুলেরহাটে আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজের হলরুমে মেধাবি শিক্ষার্থীদের
মধ্যে বৃত্তি প্রদান করা হয়। আদ-দ্বীন ফাউনন্ডেশনের সুবিধাভোগীদের মেধাবী ১৪৬ শিক্ষার্থীর মাঝে বৃত্তির
চেক প্রদান করেন এ অনুষ্ঠানের প্রধান অতিথি মাইক্রোকেটিডট রেগুলেটরি অথরিটির
এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী। এ সময় আদদ্বীন’র নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজললুল হক, ভাইস চেয়ারম্যান অধ্যাপক
আবেদ আলী, সাংবাদিক ফখরে আলম প্রমুখ বক্তব্য রাখেন।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
0 facebook: