23 January 2018

মোস্তাফা জব্বার বলেছেন, আমি ফেসবুক বন্ধের পক্ষে নই!

স্বদেশবার্তা ডেস্কঃ টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার প্রযুক্তি সচল রেখেই প্রযুক্তির অপব্যবহার মোকাবিলা করতে হয় বলে মন্তব্য করেছেন তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বন্ধের পক্ষে আমি নইমঙ্গলবার সন্ধ্যায় মুটো ফোনের এক বার্তায় তিনি এসব কথা বলেন।   

প্রসঙ্গত, ২৩ জানুয়ারি সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা চলার সময় ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদএ জন্য তিনি আইসিটি বিভাগ ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে অনুরোধ করবেন বলেও জানান

শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মোস্তাফা জব্বার বলেন, ‘আমাকে এখনও কেউ অনুরোধ করেননিঅনুরোধ করলে অবস্থান জানাবোএর আগেও ফেসবুক বন্ধ করা হয়েছিলতখন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তা চালুর উদ্যোগ নেনফলে আবারও তা বন্ধ করার কোনও কারণ দেখি নাতবে প্রধানমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ীই ব্যবস্থা  নেওয়া হবে

মোস্তাফা জব্বার বলেন, ‘প্রযুক্তি দিয়েই (সচল রেখে) প্রযুক্তির মোকাবিলা করতে হবেপ্রযুক্তি বন্ধ করে দেওয়া কোনও সমাধান হতে পারে না


শেয়ার করুন

0 facebook: