23 January 2018

ইমনের পরিবারকে খুঁজছে সিলেটর পুলিশ

সিলেট প্রতিনিধিঃ বাচ্চাটির নাম মুহম্মদ ইমনবয়স অনুমান পাঁচ বছর বাবার নাম আমির আলী, মায়ের নাম পূর্ণিমাশুধু এটুকুইনিজের বাড়ীঘরের ঠিকানা সম্পর্কে আর কিছুই বলতে পারছে না ইমনতার পরিবারের সন্ধান চাইছে পুলিশ

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব সংবাদিকদের কে জানান, গত শনিবার রাত পৌনে ১০টার দিকে হযরত শাহপরান (রহতুল্লাহি আলাইহি) এর মাজারের গেইটের পার্শ্বস্থ অটোরিকশা স্ট্যান্ডের সামনে মুহম্মদ ইমনকে পান, শাহপরানের পূর্ব কল্লগ্রামের মৃত আকরম আলীর ছেলে রমজান আলী (৩৬)

রমজান আলী ইমনের কোনো আত্মীয়স্বজনের খোঁজ না পেয়ে পরদিন (রবিবার) তাকে (ইমন) শাহপরান থানায় হস্তান্তর করেনপুলিশ আদালতের মাধ্যমে নগরীর বাগবাড়িস্থ মহিলা ও শিশু কিশোরীদের নিরাপদ আবাসন তথা সেফহোমে প্রেরণ করেছে ইমনকে

আব্দুল ওয়াহাব বলেন, আমরা ইমনের পরিবার, আত্মীয়স্বজনের সন্ধান চাইকেউ ইমনকে চিনে থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করছি


শেয়ার করুন

0 facebook: