23 January 2018

টঙ্গীর ইজতেমা ফেরত বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫


সিলেট প্রতিনিধিঃ টঙ্গীর ইজতেমা শেষে বাড়িতে আসার সময় হওয়া সিলেটের দক্ষিণ সুরমার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছেএ ঘটনায় আরও নয়জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেনিহতরা সবাই টঙ্গীর ইজতেমা ফেরত যাত্রীতারা ইজতেমা শেষে সুমনাগঞ্জে ফিরছিলেন

দুর্ঘটনাস্থল থেকে সিলেটের দক্ষিণ সুরমা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রিপন দাস নিহত পাঁচজনের নাম নিশ্চিত করেছেন

নিহতরা হলেন- সুনামগঞ্জের সদর উপজেলার নোয়াগাওয়ের আবু বকর (৫৫), পাশ্ববর্তী গুলের গাওয়ের আকবর আলী (৫০), পলাইয়া গ্রামের আবদুল জফুর (৪৫) ও উলুতুল গ্রামের আব্দুল খালেক (৪৮) এবং দেলোয়ার হোসেন (৪০)

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় আহত নয়জন হাসপাতালে চিকিৎসাধীন

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, ঢাকা থেকে আসা বাসের সঙ্গে বিপরীতগামী ট্রাকের সংঘর্ষ হয়নিহতরা সবাই সুনামগঞ্জের বাসিন্দা ও ইজতেমার মুসল্লিতারা ইজতেমা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ফিরছিলেন

তিনি বলেন, নিহতের মরদেহ-আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছেহতাহতদের উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধারে কাজ করছে পুলিশ


শেয়ার করুন

0 facebook: