ফাইল ফটোঃ প্রতিকি ছবি। |
স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জে চলমান কালিপূজা মেলা- ২০১৭ এ উচ্চস্বরে মাইক না বাজানো প্রসঙ্গে জেলা
ম্যজিস্ট্রেট মুহম্মদ মোখলেসুর রহমান সরকার একটি প্রজ্ঞাপন জারি করলে সন্তুষ
প্রকাশ করে এলাকার আপামোর জনগন।
এলাকাবাসী মেজিস্ট্রেট
সাহেব কে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন আদেশ যেভাবে দেওয়া হয়েছে সেভাবে যদি তার হুকুম
পালন করা হয় তাহলেই হলো। স্থানীয় সূত্রে জানা যায় এসএসসি পরীক্ষার্থীদের সমস্যা হওয়ায়
গোপালগঞ্জের পূজার মেলার মাইক বন্ধ করা হয়েছে এতএব এইটা নিয়ে যেনো কোন পানি ঘোলা
না করা হয়।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: