23 January 2018

গোপালগঞ্জে চলমান কালিপূজা মেলায় উচ্চস্বরে মাইক ব্যবহার নিষিদ্ধে স্বস্তি ফিরে এসেছে এলাকায়

ফাইল ফটোঃ প্রতিকি ছবি।
স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জে চলমান কালিপূজা মেলা- ২০১৭ এ উচ্চস্বরে মাইক না বাজানো প্রসঙ্গে জেলা ম্যজিস্ট্রেট মুহম্মদ মোখলেসুর রহমান সরকার একটি প্রজ্ঞাপন জারি করলে সন্তুষ প্রকাশ করে এলাকার আপামোর জনগন।

এলাকাবাসী মেজিস্ট্রেট সাহেব কে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন আদেশ যেভাবে দেওয়া হয়েছে সেভাবে যদি তার হুকুম পালন করা হয় তাহলেই হলো। স্থানীয় সূত্রে জানা যায় এসএসসি পরীক্ষার্থীদের সমস্যা হওয়ায় গোপালগঞ্জের পূজার মেলার মাইক বন্ধ করা হয়েছে এতএব এইটা নিয়ে যেনো কোন পানি ঘোলা না করা হয়।

তবে শুধু গোপালগঞ্জে নয়, সারা বাংলাদেশে প্রতিনিয়ত পূজার নামে এভাবে শব্দদূষণ করে যাচ্ছে হিন্দু সম্প্রদায়। রাত নেই, দিন নেই, ২৪ ঘন্টা মাইক বাজিয়ে, হিন্দি গান বাজিয়ে, জিজে পার্টি করে, ঢোল পিটিয়ে তারা ধর্ম পালন করছে। এভাবে উম্মাদনার নাম কখনো ধর্ম হতে পারে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজের সচেতন মহল। তারা আরো দাবি করেন যে, অবিলম্বে কথিত পূজার নামে এসব অধর্ম বন্ধ করা হোক।




শেয়ার করুন

0 facebook: