26 January 2018

সিরিয়ার কুর্দি সন্ত্রাসীদের হামলায় তুরস্কের ঐতিহাসিক মসজিদে নিহত ২


আন্তর্জাতিক ডেস্কঃ ঐতিহাসিক জালেক মসজিদ যা তুরস্কের সীমান্তবর্তী কিলিস প্রদেশে অবস্থিত, সেখানে সিরিয়ার কুর্দি সন্ত্রাসীদের রকেট হামলায় ২ মুসল্লি নিহত ও ১২ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছেহামলায় মসজিদ স্থাপনারও ব্যাপক ক্ষতি হয়পরে সংস্কারের জন্য মসজিদটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে তুর্কি কর্তৃপক্ষখবর আনাদুল এজেন্সির

আনাদুলকে এক প্রত্যক্ষদর্শী বলেন, নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণের শব্দ শুনে সবাই দৌড়ে আসিভেতরে ঢুকে বিভীষিকাময় দৃশ্য চোখে পড়েজলদি সবাই আহতদের উদ্ধারকাজে লেগে যাই তিন শতাব্দী প্রাচীন মসজিদটি প্রতিষ্ঠা করেন হাজ বিন মুহাম্মদ আগাজালেক হাজ আগা নামে খ্যাত এ ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন ১৬৮২ সালেঅনন্য স্থাপত্যশৈলীর মসজিদটির পাশেই রয়েছে আগা ও তার স্ত্রীর কবরমসজিদটি ছাড়াও ওই এলাকা সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বিখ্যাত

উল্লেখ্য,সিরিয়ার আফরিনে কুর্দি সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে, পিওয়াইডি, ওয়াইপিজির বিরুদ্ধে তুরস্কের অভিযানের মধ্যেই এ রকেট হামলা চালানো হলোএর আগে শনিবার রাতেও তুরস্কে চারটি রকেট হামলা চালানো হয়তবে ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি গত শনিবার থেকে সিরিয়ার সন্ত্রাসী বিদ্রোহী দল কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে অলিভ ব্রাঞ্চনামে অভিযান শুরু করেছে তুরস্ক সেনাবাহিনীসিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন থেকে কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) বিতাড়িত করতে স্থল ও আকাশপথে অভিযান শুরু করে তুর্কি বাহিনী

এদিকে বুধবার প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে টেলিফোনে আলাপকালে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পমঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিসংলাপে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, ‘সংকট সমাধানে যৌথ কার্যকর প্রচেষ্টার প্রতি জোর দিয়েছেন পুতিন


শেয়ার করুন

0 facebook: