26 January 2018

শুধু মানুষ নয় হচ্ছে উটেরও সুন্দরী প্রতিযোগিতা, বিজয়ী উট পাবে ২৬১ কোটি টাকা


আন্তর্জাতিক ডেস্কঃ প্রতি বছরই পৃথিবীতে বিশ্বসুন্দরী, মিস ইউনিভার্সমিস ওয়ার্ল্ডসহ নানা ধরনের সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুন্দরী প্রতিযোগিতা থেকে পিছিয়ে নেই পশুরাও। প্রতি বছর সৌদি আরবে অনুষ্ঠিত হয় উট সুন্দরী প্রতিযোগিতা! কিং আব্দুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল’ নামে ২০০০ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে উট সুন্দরী প্রতিযোগিতা। এই ধরনের সুন্দরী প্রতিযোগিতা নিয়ে মানুষের কৌতূহলেরও অন্ত নেই। 


এ বছর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে রাজধানী রিয়াদের  অদূরে আল ধানায়পুরো জানুয়ারি মাস জুড়ে চলবে প্রতিযোগিতাউট সুন্দরী প্রতিযোগিতায় এ বছর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ৩০ হাজার উট অংশ নিচ্ছেঅংশগ্রহণকারী সব উট মালিকই চান যেন তার উটটি সেরা সুন্দরী নির্বাচিত হয়কারণ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী উট পাবে প্রায় ২৬১ কোটি টাকা

প্রতিযোগিতায় চূড়ান্তভাবে জিততে হলে অনেকগুলো ধাপে জিততে হবেসুন্দরী উটকে দৌড়ে জিততে হবে, সুন্দরী উটের মাথার আকার, নাক, কান, দাঁত চোয়ালের গঠন কেমন তাও পরখ করবেন বিচারকরাশরীরে চামড়া ভাজ পড়েছে কিনা সেগুলোও যাচাই করা হবেআর সবকিছুতে উতরে যাবার পরই মিলবে সেরা সুন্দরীর খেতাব।-এনডিটিভি


শেয়ার করুন

0 facebook: