26 January 2018

দুর্বিত্তরা যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সাভারে


স্বদেশবার্তা ডেস্কঃ অনুমান করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের জাহাঙ্গীর শিকদার (২৫) নামে সেই যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

দত্তপাড়া এলাকার সইমুদ্দিন শিকদারের ছেলে জাহাঙ্গীর বিরুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হামলার সময় ওয়ার্ড যুবলীগের সভাপতি আখতার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন (২৭) আহত হয়েছেনতাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া লেকপাড় এলাকায় দুর্বৃত্তরা তিনজনকে কুপিয়ে আহত করেপরে আজ শুক্রবার বেলা ১১টায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জাহাঙ্গীর মারা যান সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানান, এ ঘটনায় দত্তপাড়া এলাকার বাসিন্দা মোশারফ করিম অপুসহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছেআসামি ধরতে পুলিশ অভিযান শুরু করেছে


শেয়ার করুন

0 facebook: