স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের সর্বোচ্চ
নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন।
শনিবার রাত সাড়ে ৮টায়
গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের তারিখ ৮ ফেব্রুয়ারি নির্ধারণ
কেন্দ্র করে দলের করণীয় ঠিক করতে মূলত এ বৈঠক ডাকা হয়েছে। এ ছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে বৈঠকে আলোচনা হতে পারে।
0 facebook: