26 January 2018

কয়েদি যেতে চাইলো বউয়ের কাছে, উত্তরে যা বললেন আদালত‌


আন্তর্জাতিক ডেস্কঃ গত ১৮ বছর ধরে জেলে রয়েছেন ৪০ বছর বয়স্ক এক কয়েদি। স্ত্রীর সন্তান ধারণের জন্য যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সেই আসামির দু’‌সপ্তাহের ছুটি মঞ্জুর করেছে মাদ্রাজ হাইকোর্টআদালত বলেছে, ওই কয়েদির স্ত্রীর সন্তানের কামনা তাঁর প্রাপ্য অধিকারতা তাঁকে দিতে বাধ্য প্রশাসন। 

ভারতীয় গণমাধ্যম আজকালর ওই প্রতিবেদন থেকে জানা যায়, তাঁর ৩২ বছরের স্ত্রী সন্তান ধারণের জন্য স্বামীর ছুটি চেয়ে আবেদন করেছিলেনকিন্তু তামিলনাড়ু সরকার তাঁকে প্যারোল দেয়নিএরপরই হাইকোর্টে আবেদন করেন ওই বধূরাজ্য সরকারের দাবি নাকচ করে বিচারপতি এস বিমলাদেবী এবং টি কৃষ্ণবল্লী বলেন, প্রয়োজন হলে সাদা পোশাকের পুলিসকর্মী ওই আসামির নিরাপত্তায় সর্বক্ষণ মোতায়েন করুক সরকার

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই কয়েদির সন্তান হওয়া সম্ভবকিন্তু সেজন্য তাঁর কিছু শারীরিক পরীক্ষা প্রয়োজনসেজন্য ওই ছুটি কয়েদিকে দিতেই হবেএকইসঙ্গে মাদ্রাজ হাইকোর্ট মনে করিয়ে দিয়েছে, কেন্দ্র অনেক আগেই জেলের ভিতর দাম্পত্য মিলনের প্রস্তাব পাস করেছেএটা তাদের দেওয়া কোনও সুবিধা নয়, তাদের প্রাপ্য অধিকারহাইকোর্টের আরও মত, যদি কোনও কয়েদীই সাংসারিক বন্ধনে জড়ায় তাহলে তার মধ্যে থেকে অপরাধ প্রবণতা কমারও সম্ভাবনা থাকেহাইকোর্টের এই নির্দেশের পর খুশি ওই কয়েদির পরিবারআপাতত দু’‌সপ্তাহের ছুটি মঞ্জুর হলেও প্রয়োজনে আরও দু’‌সপ্তাহ ছুটি পেতে পারেন ওই কয়েদি


শেয়ার করুন

0 facebook: