আন্তর্জাতিক ডেস্কঃ সর্বশেষ সন্ত্রাসীকে শেষ না করা পর্যন্ত সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের ওপর তুরস্কের আক্রমণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, তার দেশের সীমান্তে যেসব কূটকৌশল চলছে তা ব্যর্থ করবে সামরিক বাহিনী।
গত শুক্রবার থেকে সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক বাহিনী মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা নির্মূলের নামে অভিযান শুরু করেছে এবং এখন তা মানবিজ শহর পর্যন্ত বিস্তৃত হয়েছে। রাজধানী আঙ্কারায় স্থানীয় প্রশাসকদের এক বৈঠকে আন্তর্জাতিক এনজিওগুলোকে তুর্কি সামরিক অভিযানের প্রতি সমর্থন দেয়ার আহ্বান জানিয়ে এরদোগান বলেন, সিরিয়ার সন্ত্রাসী সংগঠন কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজিকে যারা সমর্থন দেয় তাদের মানবতাবোধ নিয়ে আমার সন্দেহ রয়েছে।
তুর্কি প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, এই আক্রমণ ‘সফলতার সঙ্গে অব্যাহত’ রয়েছে। তিনি আরো জানিয়েছেন, সিরিয়ার বিরোধীদলীয় যোদ্ধা ও তুরস্ক সেনারা ধীরে ধীরে আফরিনের দখল নিচ্ছে। সন্ত্রাসীরা একেবারে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। গত শুক্রবার অভিযান শুরুর পর সিরিয়ার আফরিন এলাকায় ২৬০ জন কুর্দি ও উগ্র দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে বলে তুরস্কের সামরিক বাহিনী যে বিবৃতি দিয়েছে তাকে চরম মিথ্যা বলে অভিহিত করেছে ওয়াইপিজি। ওয়াইপিজি হচ্ছে মার্কিন সমর্থিত কথিত ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’ বা এসডিএফ’র প্রধান শক্তি এবং সিরিয়া সরকারের বিরুদ্ধে তৎপর অন্যতম প্রধান বিরোধী গোষ্ঠী।
সংগঠনটি বলেছে, বিশ্বকে বিভ্রান্ত করার জন্য তুরস্ক এই মিথ্যাচার চালাচ্ছে। ওয়াইপিজি দাবি করেছে, কুর্দি গেরিলাদের হাতে তুরস্কের কয়েক ডজন সেনা ও মিত্র ‘ফ্রি সিরিয়ান আর্মি’র গেরিলা নিহত হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: