আন্তর্জাতিক ডেস্কঃ কথিত ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসীদের সঙ্গে ইরানের সেনাবাহিনীর রেভ্যুলিউশনারি গার্ড দেশটির পশ্চিমাঞ্চলে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। গত কাল শনিবার এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে সেনাবাহিনীর সংবাদমাধ্যম সেপাহ নিউজ।
খবরে বলা হয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে আইএসের ২১ জন যোদ্ধা প্রবেশ করে। তাদের সেনাবাহিনীর নজরদারিতে রাখা হয়েছিল। শনিবার সকালে সেনাবাহিনী আইএস সন্ত্রাসীদের ওপর হামলা চালায়।
সেপাহ নিউজ জানিয়েছে, বেশিরভাগ জঙ্গিকেই গ্রেফতার করা হয়েছে। তবে নিহত ও আহতদের সংখ্যার কথা জানানো হয়নি।
গত বছর জুন মাসে আইএস তেহরানে ইরানের সংসদ ভবন ও দেশটির ইসলামি বিপ্লবের নেতা আয়াতোল্লাহ খোমেনির স্মৃতিসৌধে হামলা চালায়। এতে অন্তত ১৮ জন নিহত হন। হামলাকারীরা বেশিরভাগাই ইরাকি সীমান্তের কুর্দি অঞ্চল থেকে ইরানি কুর্দি ছিল। এই হামলার জবাবে ইরানের সেনাবাহিনী সিরিয়ায় আইএস ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
সূত্রঃ রয়টার্স।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: