28 January 2018

ইসলামে যায়েজ না থাকার পরেও ভারতে জুমার নামাজ পড়ালেন নারী ইমাম!


স্বদেশবার্তা ডেস্কঃ গত শুক্রবার (২৬ জানুয়ারি) এক অভিনব অনৈসলামিক অভিজ্ঞতার মুখোমুখি হলো ভারতের কেরালা রাজ্যের মানুষ সেখানে খুতবা পাঠ করে জুমার নামাজের ইমামতি করলেন এক নারী৩৪ বছর বয়সী এই নারী-ইমামের নাম জামিথা টিচার

এনটিভির খবরে প্রকাশ, এই জুমার নামাজটি অনুষ্ঠিত হয় ভারতের দক্ষিণী রাজ্য কেরালার উত্তরাঞ্চলীয় মালাপ্পুরম এলাকায়জামিথার ইমামতি করার সুযোগটি তৈরি করে দেয় রাজ্যের কোরান সুন্নত সোসাইটি

এনটিভি জানায়, জুমার নামাজে কোনো মহিলার ইমামতি করার ঘটনা এই রাজ্যে এটাই প্রথমসম্ভবত গোটা ভারতেও এমনকি সারা বিশ্বেও হয়ত

এনডিটিভি আরও জানায়, জামিথা টিচার এই বিরল অনৈসলামিক কাজটি এতো সহজে করেননিরাজ্যের রাজধানী থিরুভানান্তপুরমে মুসলমানদের বড় একটি অংশ বেশ কয়েক বছর ধরে তাকে বয়কট করে আসছে শরীয়তের রীতিনীতিকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য রাখার কারণে, কিন্তু এতদ্বসত্ত্বেও তিনি দমে যাননি

নারী ইমামের সম্মান পাওয়া জামিথা টিচার এনডিটিভির কাছে দাবি করেন, “কুরানে সুস্পষ্ট (ইসলামে) নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদ-বৈষম্য নেইইসলামের চোখে সবাই সমানযদিও তার এই দাবি ভ্রান্ত এবং শরিয়ত বিরোধী বলে মতামত প্রধান করেছেন অধিকাংশ মুফতি মুহাদ্দিস কারন কুরআন শরীফে এই ব্যপারে সরাসরি নিষেদ আছে


শেয়ার করুন

0 facebook: