29 January 2018

২০ দলের বৈঠকে আপস নয়, আগামীতে আমরাই সরকার গঠন করবোঃ খালেদা জিয়া


স্বদেশবার্তা ডেস্কঃ রোববার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ২০-দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন বেগম খালেদা জিয়া। আগামীতে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটই সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা রায়কে সামনে রেখে ২০-দলীয় জোট নেতাদের সঙ্গে এই বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জোট নেতাদের উদ্দেশে খালেদা জিয়া বলেছেন, সরকারের সঙ্গে কোনো আপস নয়, আমরাই সরকার গঠন করব। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আপস যদি করতাম মঈন-ফখরুদ্দীনের সঙ্গেই তো করতে পারতাম। দেশ ও দেশের জনগণের স্বার্থে, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

জানা গেছে, খালেদা জিয়ার এ বক্তব্যের জবাবে জোট নেতারা তাকে আশ্বাস দিয়ে বলেছেন, ম্যাডাম আপনার সঙ্গে আমরা আছি। আপনাকে ছেড়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব না। নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই আমরা আপনার নেতৃত্বে নির্বাচনে অংশ নেব।

বৈঠক সূত্রে জানা গেছে, রায় খালেদা জিয়ার বিরুদ্ধে গেলে আইনি ও রাজপথে মোকাবিলা করার সিদ্ধান্ত হয়। আন্দোলন কর্মসূচির বিষয়ে বলা হয়েছে, এ বিষয়ে পরবর্তী সময়ে প্রতিটি দলের সঙ্গে পৃথকভাবে বসে পরামর্শ করে জানিয়ে দেওয়া হবে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম, বিজেপির আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রেদোয়ান আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) অধ্যাপিকা রেহানা প্রধান, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাইফুদ্দিন মনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) খন্দকার গোলাম মূর্তজা, ন্যাশনাল পিপলস পাটির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানী আজহারুল ইসলাম, পিপলস লীগের গরীবে নেওয়াজ, লেবার পার্টির উভয় অংশের মোস্তাফিজুর রহমান, হামদুল্লাহ আল মেহেদি, জমিয়তে উলামা ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 facebook: