22 June 2018

ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় ইসলামীক ছবি নির্মাণ করবেন অনন্ত জলিল

ইরানের আলী রেজা তাবেশের সঙ্গে অনন্ত জলিল

বিনোদন ডেস্কঃ কিছুদিন আগে নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। ছবির নাম দ্বীন: দ্যা রিলিজিয়ন। নতুন এ ছবির কাজও শুরু হচ্ছে শিগগিরই।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় এ ছবি নির্মাণের ব্যাপারে ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলীরেজা তাবেশের সঙ্গে আলোচনায় বসেন অনন্ত।

গত ১৮ জুন ইরানের তেহরানে ফারাবি সিনেমা ফাউন্ডেশনের কার্যালয়ে তাদের মধ্যে এ আলোচনা সম্পন্ন হয়। এরপর অনন্ত তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে জানান, ইরানের সঙ্গে যৌথভাবে ছবি নির্মাণ করবেন তিনি। এ জন্য ফলপ্রসূ আলোচনাও হয়েছে।

জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা-ই তুলে ধরা হবে দ্বীন: দ্যা রিলিজিয়নছবিতে। অনন্ত জলিলের সঙ্গে সাক্ষাতের বিষয়টি ইরানি গণমাধ্যমকে জানিয়েছেন আলীরেজা তাবেশ। তেহরান টাইমসকে এ বিষয়ে তিনি বলেন, ‘এটা অবশ্যই সুসংবাদ যে বর্তমান বিশ্বে ইসলামের অনুসারীরা বেশ কঠিন সময় পার করছেন। এ বিষয় নিয়ে সিনেমা নির্মাণ আমাদের জন্য সৌভাগ্যের। বাংলাদেশি প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল বিষয়টি নির্বাচন করেছেন সেজন্য তাকে বিশেষ ধন্যবাদ।তিনি আরও বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যৌথ প্রযোজনা নিয়ে আলোচনা হয়েছে। ইসলাম নিয়ে এমন একটি ছবি নির্মাণ অনন্ত জলিলের মতো আমরাও জরুরি মনে করি। দুই দেশের স্বার্থ রক্ষা করেই যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হবে।

এ আলোচনার ব্যাপারে অনন্ত জলিল বলেন, ‘আমি আমার ভাবনা তাদের শুনিয়েছি। সব শুনে তারাও আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়া, ইয়েমেনসহ বিশ্বের অনেক দেশে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। বিষয়গুলো এ ছবিতে তুলে ধরতে চাই আমি।

ছবিতে অনন্ত জলিল নিজেও অভিনয় করবেন। তার সঙ্গে থাকবেন বর্ষা। ইরানের সুন্দর ও নয়নাভিরাম স্থানগুলো এ ছবির জন্য খুবই প্রয়োজন বলে সেখানেই শুটিং করতে ইচ্ছুক অনন্ত। তবে বাংলাদেশেও ছবিটির শুটিং করা হবে বলে জানিয়েছেন তিনি। অনন্ত জলিল ইসলামী ছবি তৈরি করে সঠিক ইসলাম কে মানুষের দোয়ারে দোয়ারে মূল ইসলাম কে পৌঁছে দিতে চান এটাই উনার একান্ত ইচ্ছে।


শেয়ার করুন

0 facebook: