![]() |
আর্ন্তজাতিক ডেস্কঃ আরবিতে ‘আল্লাহ’ লেখা থাকার অভিযোগ পাওয়া গেছে সুইডেনভিত্তিক পোশাক বিক্রেতা কোম্পানি এইচঅ্যান্ডএমের (H&M) বাজারজাত করা মোজায়। অবশ্য অভিযোগের পর পরই ক্ষমা চেয়েছে কোম্পানিটি।
প্রতিষ্ঠানটির মুখপাত্র ড্যাজেন্স নিহেটার জানান, অভিযোগ পাওয়ার পর ওই ব্র্যান্ডের মোজাগুলো বাজার থেকে প্রত্যাহারের ঘোষণাও দেয়া হয়েছে। রাশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাজারজাত করা বাচ্চাদের ওই মোজায় অন্যান্য চিত্রের সঙ্গে একটি অঙ্কন আছে, যেটিকে উল্টোভাবে ধরলে আরবি হরফে- ‘আল্লাহ’ শব্দ বলে মনে হয়।
এইচঅ্যান্ডএম কর্তৃপক্ষের দাবি, ইচ্ছা করে আরবি বর্ণমালার ওই শব্দটি ব্যবহার করা হয়নি। বিষয়টি আসলেই কাকতালীয়। এর মাধ্যমে কোনো বার্তাও দেয়ার চেষ্টা করা হয়নি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: