29 January 2018

বৌদ্ধদের পুনর্বাসন করতে রাখাইনে ধ্বংস করা হচ্ছে মসজিদ মাদরাসা


স্বদেশবার্তা ডেস্কঃ হত্যা-নির্যাতনের মুখে রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের দেশছাড়া করার পর এখন রাজ্যের মাদরাসা  মসজিদগুলো ধ্বংস করে সেখানে রাখাইনসহ অন্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের পুনর্বাসন করছে মিয়ানমার সরকারএ ছাড়া রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দেয়ার পর শূন্য ভিটামাটিতে রাখাইনদের জন্য বাড়ি বানাচ্ছে স্থানীয় প্রশাসনপালিয়ে আসা রোহিঙ্গা ও রাখাইনের বিভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে

রাখাইনের মুসলিম প্রধান তিনটি টাউনশিপ (জেলা) রাচিডং, বুচিডং ও মংডু জেলায় বৌদ্ধদের জন্য এসব ঘরবাড়ি নির্মাণ করছে প্রশাসনপুনর্বাসিত বৌদ্ধদের চিকিৎসার জন্য সেখানে প্রস্তুত রাখা হয়েছে মেডিক্যাল টিমপুনর্বাসন কাজ নিশ্চিত করার জন্য এসব জেলায় বিপুল সেনা মোতায়েন করা হয়েছেএসব টাউনশিপের মোট জনসংখ্যার ৬০ ভাগ রোহিঙ্গা মুসলিম ও ৪০ ভাগ বৌদ্ধ রাখাইন ছিলকিন্তু মিয়ানমার সেনাবাহিনী এখন বিভিন্ন স্থান থেকে হাজার হাজার রাখাইন ও অন্য বৌদ্ধদের এনে রোহিঙ্গাদের গ্রামগুলোতে পুনর্বাসন করছে

প্রথমে মিয়ানমারের সীমান্ত জেলা ও রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত মংডু জেলার হরইতলী এলাকায় রোহিঙ্গাদের ঘরবাড়ি এবং মসজিদ মাদরাসাগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয় মিয়ানমার সেনাবাহিনীএরপর তারা বুলডোজার দিয়ে বাড়িঘরের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেএভাবে রোহিঙ্গাদের গ্রামগুলোকে ফাঁকা মাঠে পরিণত করার পর সেখানে এখন রাখাইন বৌদ্ধদের পুনর্বাসন করা হচ্ছে

পালিয়ে আসা রোহিঙ্গা সূত্র জানিয়েছে, চৌহদ্দিরবিল এলাকার মসজিদের দীর্ঘ দিনের পুরনো পুকুরটিও নিশ্চিহ্ন করছে সেনারারোহিঙ্গাদের ঘরবাড়ির ধ্বংসস্তূপ ট্রাকে করে অন্যত্র সরিয়ে ফেলছেএলাকার বড় বড় গাছগাছালি কেটে মিয়ানমার প্রশাসন তাদের দখলে নিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পর তাদের যেন ক্যাম্পে বন্দী রাখার আয়োজন করছেএকই সাথে রাখাইনের তুমব্রুসহ বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের বিরুদ্ধে আবারো সেনা অভিযান জোরদার করেছে মিয়ানমার সরকার

প্রতিদিন রোহিঙ্গা গ্রামগুলোতে প্রবেশ করে অবশিষ্ট ঘরবাড়ি ধ্বংস, তাদের মারধর ও আটক করছে সৈন্যরানো-ম্যান্সল্যান্ডে আশ্রয় নেয়া বেশ কজন রোহিঙ্গাকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)

রাখাইনে এমন অব্যাহত সেনা অভিযানের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা ফিরে যেতে ভয় পাচ্ছেপ্রত্যাবাসন আতঙ্কে তারা দিশেহারা হয়ে পড়ছে

গত ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের কথিত সংঘর্ষের পর থেকে রোহিঙ্গাদের গ্রামগুলোতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনীঅভিযানকালে রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয় সেনাবাহিনী ও তাদের স্থানীয সহযোগীরাএকই সঙ্গে রোহিঙ্গা নারীদের ধর্ষণ, গণহত্যা ও নির্যাতন করা হয়এ হত্যাযজ্ঞ থেকে বাঁচতে এরই মধ্যে বাংলাদেশে পালিয়ে এসেছে সাত লাখের বেশি রোহিঙ্গা


শেয়ার করুন

0 facebook: