29 January 2018

বিদেশে অর্থপাচারের নিরাপদ উপায় হচ্ছে আইপিএল


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিষাণ সিং বেদী প্রিমিয়ার লিগ-আইপিএল নিয়ে এবার সরব হলেনআইপিএলের ক্রিকেটার বিকিকিনিতে কোটি কোটি টাকা খরচ করার ঘটনাকে বিদেশে টাকা পাঠানোর নিরাপদ উপায় বলে মন্তব্য করেছেন তিনি

তার এ মন্তব্যে ভারতীয় ক্রিকেট মহলে এখন চলছে জোর আলোচনা-সমালোচনা সম্প্রতি রাখঢাক না করে বেদী বলেন, ‘কেউ কী বলতে পারেন ১ উইকেটের জন্য এক কোটি টাকা খরচ করা বা ১ রানের জন্য ৯৭ লাখ টাকা খরচ করার কোনো যৌক্তিকতা আছে? দেশের জন্য খেলে কোনো ক্রিকেটার এত উপার্জন করলে একটি কথাও বলতাম নাকিন্তু ওরা তো খেলছে এক একটা জঘন্য ক্লাবের জন্য

বেদী অভিযোগ করেন, ‘জানতে চাই এত টাকা কোথা থেকে আসছে আর কোথায়ই বা যাচ্ছে? এটি যদি অর্থপাচার করা না হয় তা হলে কোনটা?’ বেদী আরও বলেন, ‘এই যে ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে বিচারপতি লোধা কমিশন গঠন করতে হয়েছিল তার জন্যও আইপিএল দায়ীকখনও শুনিনি এমন সস্তা জিনিসের জন্য এত কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হয়বেদী দলের সদস্যদের আকাশ-পাতাল পারিশ্রমিক নিয়েও প্রশ্ন তুলেছেন

তিনি বলেন, বিরাট কোহলি যেখানে কোটি কোটি টাকা পাচ্ছেন, সেখানে ওই টিমেরই আরেকজন কী করে সাত-আট লাখ টাকা পান! তবে আইপিএল চেয়ারম্যানের মন্তব্য, ‘যে যা ইচ্ছে বলুকবেদীর মনে রাখা উচিত- আইপিএল থেকে অর্জিত টাকায় সাবেক ক্রিকেটাররাও উপকৃত হন


শেয়ার করুন

0 facebook: