30 January 2018

সিরিয়ার প্রাচীন মন্দির ধ্বংস হয়েগেছে বিমান হামলায়!


আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার কুর্দি অধ্যুষিত আরফিন এলাকায় তুর্কি বিমানবাহিনীর বোমা হামলায় প্রাচীন একটি মন্দিরের একাংশ ধ্বংস হয়ে গেছে। 

সিরিয়ার আরফিনের প্রাচীন নব-হিত্তিত মন্দিরের কৃষ্ণপাথরে নির্মিত সিংহমূর্তি এখন কেবলই ধ্বংসস্তূপ

সিরীয় সরকার ও মনিটরিং গ্রুপগুলো এখবরের সত্যতা নিশ্চিত করেছেহামলাটি শুক্রবার চালানো হলেও সংবাদ মাধ্যমগুলো এ হামলার খবর দিয়েছে সোমবার

বিভিন্ন সূত্র থেকে ইন্টারনেটে দেয়া ছবিতে দেখা যায়, বোমার আঘাতে হামলার স্থানটিতে বিরাট গর্ত হয়ে পড়েছেএখানেই মন্দির প্রাঙ্গণে একটি কৃষ্ণপাথরের সিংহমূর্তি ছিলমূর্তিটির স্থানে এখন কেবলই ধ্বংসস্তূপনব-হিত্তিত মন্দির নামের এই মন্দিরটি নির্মিত হয়েছিল আরামিয়ান যুগে খৃস্টপূর্ব প্রথম সহস্রাব্দে

তুর্কি বিমানের হামলায় আফরিন অঞ্চলের আইন দারায় অবস্থিত প্রাচীন এই মন্দিরটির কমপক্ষে ৬০ ভাগই ধ্বংস হয়ে গেছে বলে সিরীয় একটি সূত্র দাবি করেছেআফরিন শহর থেকে মন্দিরটির অবস্থান ১০ কিলোমিটার দক্ষিণে

সিরিয়ার প্রত্নসম্পদ অধিদপ্তর এই হামলার তীব্র নিন্দা করেছেতারা একে ‘‘সিরীয় ঐতিহ্যের প্রতি ক্ষমতাসীন তুর্কি সরকারের বিদ্বেষ এবং সীমাহীন বর্বরতার বহির্প্রকাশ’’ বলে অভিহিত করেছে

সিরীয় প্রত্নসম্পদ অধিদপ্তরের সাবেক প্রধান মামুন আবদুল করিম একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেন, সুপ্রাচীন এই মন্দিরটি এর কৃষ্ণপাথরের সিংহমূর্তির জন্যই বিশেষভাবে আদৃত ছিলতুর্কি হামলায় সেই সিংহমূর্তিটিই ধ্বংসস্তূপে পরিণত হলো


শেয়ার করুন

0 facebook: