30 January 2018

সৌদিতে কুমিল্লার ২ জন নিহত; সন্ধান মিলছেনা স্বজনদের


স্বদেশবার্তা ডেস্কঃ সৌদি আরবে নিহত কুমিল্লার ২ জনের পরিচয় পাওয়া যাচ্ছে নাপাসপোর্টের পরিচয় অনুযায়ী খোঁজখবর নিয়েও তাদের স্বজনদের পাওয়া যাচ্ছে নাকুমিল্ল জেলার শারাফাতুল করিমের ছেলে মো. রিজাউল করিম গত ২০১৭ সালের ৮ই মে মৃত্যুবরণ করেনবর্তমানে তার মৃতদেহ জেদ্দাস্থ কিং ফাহাদ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছেপাসপোর্ট নং- ১২২২৬১৫

দূতাবাস সূত্র জানায়, সৌদি আরবের জেদ্দা শহরের ফিলিস্তিন সড়কের বায়া সুপার মার্কেট সামনে রিজাউল মৃত্যুবরণ করেনপরবর্তীতে পাসপোর্ট অনুযায়ী যোগযোগ করা হয় এবং জেলা প্রশাসকের মাধ্যমেও যোগাগোগ করার চেষ্টা করা হয়কিন্তু তার কোন স্বজনের সন্ধান পাওয়া যায়নি

দূতাবাস সূত্র বলছে, আগামী সাত দিনের মধ্যে নিহতের স্বজনের সন্ধান না পেলে সৌদি আরবে তাকে দাফন করা হবে

এদিকে সৌদি আরবের দাম্মামে বাতাইন কার্ডিয়াক সেন্ট্রালের দাম্মাম সেন্ট্রাল হাসপাতালে নৌশেদ আলী খান নামে কুমিল্লার একজন মৃত্যুবরণ করেনতারও স্বজনদের কোন প্রকার হদিস পাচ্ছে না দূতাবাস

দূতাবাস জানায়, নৌশেদ গত ২০১৭ সালের ২৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেনপাসপোর্ট নং C1736059জন্মস্থান কুমিল্লা জেলায়


গত একবছর আগে অবৈধভাবে সৌদি আরবের হুরুব এলাকায় আসেন নৌশেদঅবৈধভাবে আসায় তার পাসপোর্টের সাথে পরিবার বা ঠিকানার কোন প্রকার মিল পাওয়া যায়নি

হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, তিনি চিকিৎধীন থাকাবস্থায় বা মারা যাওয়ার পর কেউ যোগাযোগ করেনিবর্তমানে তার মরদেহ হিম ঘরে পড়ে আছেতার মৃতদেহ সৌদি আরবে দাফন করার জন্য স্বজনের অনুমতি প্রয়োজন বলে জানায় দূতাবাস

দূতাবাস থেকে আহ্বান করা হয়, মৃতব্যক্তির প্রসঙ্গে যদি কেউ তার পরিবারের সন্ধান দিতে পারেন, তাহলে দ্রুত জানানোর জন্য

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ডেথ এফেয়্যারস সেকশন এর শ্রম কল্যাণ উইংয়ের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছেঅথবা ই-মেইল deathinfo2015@gmail.com মোবাইল: +966570212180 Fax: +966114192380 যোগাযোগ করতে বলা হয়েছে


শেয়ার করুন

0 facebook: