স্বদেশবার্তা ডেস্কঃ ফরিদপুরের
কানাইপুর বাজারের খাসকান্দির মোড়ে ভয়াবহ আগুনে পাটের গোডাউনসহ ১৭ দোকান পুড়ে ছাই
হয়ে গেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার
দিকে একটি ইঞ্জিনিয়ারিং ওর্য়াকশপে আগুনের সূত্রপাত হয়। মহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পাশে পাটের গোডাউন থাকায় আগুন সহজেই পাশের ব্যবসা
প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে যায়।
ফরিদপুর ফায়ার
সার্ভিসে সিনিয়র স্টেশন মাস্টার সাইফুজ্জামান জানান, পাটের গোডাউনের পাশেই একটি তেলের (জ্বালানি তেল) ঘরে আগুন লেগে ভয়াবহ রূপ নেয়। তিনি জানান, ফরিদপুর ফায়ার
সার্ভিসের তিনটি, বোয়ালমালী, মধুখালী ও রাজবাড়ীর একটি করে মোট ৬টি ইউনিট দুই ঘণ্টা
চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে
অনুমান করা হচ্ছে।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
দুর্ঘটনা
0 facebook: