রাজিব খাজাঃ হিন্দুদের দেবি সরস্বতীকে “সেক্সি” বলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা আলোচিত সাংবাদিক, ইরাক আফগানিস্থানের যুদ্ধের লাইভ সম্প্রচারকারী সংবাদদাতা আনিস আলমগীরের পোষ্ট তার ওয়াল থেকে হুবুহু তুলে ধরলামঃ “সরস্বতী একমাত্র দেবী আমি যার প্রেমে পড়েছিলাম। ক্লাস নাইনে পড়াকালে স্কুলের পূজায় আমি তাকে প্রথম দেখি। রূপে এতো মুগ্ধ ছিলাম তার, বিদ্যা চাইতে ভুলে গেছি। আজও বিদ্যা চাইতে পারলাম না এই সর্বকালের সেরা সেক্সি দেবীর কাছে। সামনে গেলে আমি বিদ্যা চাওয়ার কথা ভূলে যাই। সব ভুলে যাই! সে কারনে না পেলাম বিদ্যা, না পেলাম তার সঙ্গে মিল খুঁজতে খুঁজতে বাস্তবের কোনও সরস্বতীকেও! (কান্নার ইমো)”।
পাঠক লক্ষ্য করুন, আনিস আলমগীরের এই পোষ্ট এর
স্ক্রিনশট নিয়ে প্রতীবাদ স্বরুপ ফেসবুকেই পোষ্ট দেয় একুশে টিভি’র এন্টি ইসলামিক
সাম্প্রদায়িক অঞ্জন রয়। সে তার স্ট্যাটাসে আনিস আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে বলেঃ “অনুরোধ করছি আপনার
সাম্প্রদায়িক পোষ্টের জন্য ক্ষমা চাইতে। আপনি সরস্বতী দেবীকে ‘সর্বকালের সেরা সেক্সি দেবী’
বলতে পারেন না। এই পোস্টটি অসহিষ্ণুতা সৃষ্ঠি করছে। যে অসহিষ্ণুতা সৃষ্টির ভুল অভিযোগে ফেক আইডির পরও রসরাজ দাস জেলে যায়- সেখানে
আপনার প্রমানিত নিজের আইডি থেকে বিদ্বেষ ছড়ালেন কেন? এটা বিশেষ কোন এজেন্ডা কি না? সেটাও কিন্তু ভাবার বিষয়”।
পাঠক লক্ষ্য করুন, সাংবাদিক আনিস আলমগীর
সরস্বতী দেবির মূর্তিকে ‘সেক্সি’ বলায় গায়ে আগুন লেগে গেছে একুশে টিভি’র এন্টি ইসলামিক সাম্প্রদায়িক অঞ্জন রায়ের। ঐ পোস্টকে ‘সাম্প্রদায়িক’ আখ্যা দিয়ে আনিস আলমগীরকে
ক্ষমা চাইতে বলেছে অঞ্জন রয়। অথচ এই অঞ্জন রয়রা তো এতদিন ধর্মবিদ্বেষীদের পক্ষে টিভি-চ্যানেলগুলোতে
ওকালতি করেছিলো। একের পর এক টকশোতে অসাম্প্রদায়িক সেজে ইসলাম বিদ্বেষ ছড়িয়েছিলো। এই অঞ্জন রয়রা তো অসাম্প্রদায়িকতার
কথা বলে, ইসলামবিদ্বেষী ব্লগার, বৈশাখী পূজা আর গ্রিক দেবীমূর্তির পক্ষে বলেছিলো।, এই অঞ্জন রায়ের বোন বৃত্বা রায় দীপা-ই তো বলেছিলোঃ “হিজাবমুক্ত বাংলাদেশ চাই, সর্বত্র হিজাব সংষ্কৃতি
বন্ধ হোক।” (https://goo.gl/VrJyEL)
কোথায় ? তখন তো অঞ্জন রায়ের কাছে সেগুলো সাম্প্রদায়িক মনে হয়নি। কিন্তু এখন কেন তাদের
ঘরানার লোক সরস্বতী নিয়ে কথা বলায় সেটাকে সাম্প্রদায়িক বলে মনে হচ্ছে?
খবর বিভাগঃ
ধর্মীয় বিদ্বেষ
মতামত
0 facebook: