08 February 2018

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেনঃ অপরাধ করলে সাজা তো হবেই!


স্বদেশবার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে কেউ আইনের উর্ধ্বে নয়বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে মামলার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন তিনি আরো বলেছেনঅপরাধ করলে যে তার সাজা হয় এটা আবারো প্রমাণিত হলো

আনিসুল হক বলেন, এ রায়ে প্রমাণ হল বাংলাদেশে বিএনপির আমলে অপরাধীদের যে স্বর্গ ছিল, তার অবসান হয়েছেএখন এটিই প্রতিষ্ঠিত হয়েছে, অপরাধ করলে তার বিচার হয়সুষ্ঠু বিচারে শাস্তি হয়একজন রাজনীতিবিদ দুর্নীতির কারণে সাজাপ্রাপ্ত হয়েছে, এটি আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে নাতবু পৃথিবীর কাছে বলতে পারবযারা দুর্নীতি করে, তাদের বিচার হয়

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালতশারীরিক ও সামাজিক দিক বিবেচনা করে তাকে এই দণ্ড দেওয়া হয়েছেএকই সঙ্গে এ মামলার অন্য আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছেএকই সঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে আসামিদের বিরুদ্ধে ৪০৯ ও ১০৯ ধারার অপরাধ প্রমাণ হয়েছেঢাকার পঞ্চম বিশেষ জজ মুহম্মদ আখতারুজ্জামান বৃহস্পতিবার বেলা ২টা ২৯ মিনিটে এ রায় দেন


শেয়ার করুন

0 facebook: