10 February 2018

তুষারঝড়ে ২ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্কঃ তুষারঝড়ে কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলেনিউ ইয়র্ক এবং নিউ ইংল্যান্ডে তুষারঝড়ে কারণে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছেশুক্রবার শিকাগোতে নয় ইঞ্চি তুষারপাত হয়েছে

ইলিনয়েসের নাপেরভিলে শহরের এডওয়ার্ড হাসপাতালের মুখপাত্র কেইথ হার্টেনবার্গার জানিয়েছেন, শুক্রবার প্রচণ্ড তুষারপাতে অসুস্থ হয়ে পড়া ৬০ বছর বয়সী এক ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন

ফেনটনের পুলিশ জানিয়েছে, শুক্রবার মিশিগানের ফেনটন শহরের কাছে বেশ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে


স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, তুষারপাত ও বিভিন্ন দুর্ঘটনায় লোয়ায় ছয়জন, মিসৌরিতে দুজন এবং মোনটানায় একজনের মৃত্যু হয়েছে


শেয়ার করুন

0 facebook: