11 February 2018

আবায়া পরার দরকার নেই সৌদি নারীদেরঃ সৌদি মুফতি!


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে অবিশ্বাস্য পরিবর্তনের সূচনা হয়েছে যুবরাজ মুহম্মদ বিন সালমান ক্ষমতা গ্রহণের পর থেকেইমেয়েরা গাড়ি চালাতে পারছেএমনকি তারা এখন মাঠে গিয়ে ফুটবল খেলা দেখার সুযোগ পর্যন্ত পাচ্ছেএবার পোশাক-আশাকের সুকঠিন বিধিনিষেধও উঠে যাবার পালা

সৌদি আরবের সর্বোচ্চ আলেমদের (মুফতিদের) নিয়ে গঠিত পরিষদের প্রভাবশালী জ্যেষ্ঠ সদস্য শেখ আবদুল্লাহ আল মুতলাক বলেছেন, এখন থেকে জনসমক্ষে সৌদি নারীদের সর্বাঙ্গ ঢাকা কালো পোশাক (আবায়া’)পরার কোনো দরকার নেইপোশাকটা শালীন হলেই চলবে

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শেখ মুতলাকের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে

এ প্রসঙ্গে শেখ মুতলাক আরো বলেন, মুসলিম দেশগুলোর ৯০ভাগ ধর্মপ্রাণ নারী জনসমক্ষে সর্বাঙ্গ ঢাকা পোশাক পরেন নাতাই সৌদি নারীদেরও জনসমক্ষে সর্বাঙ্গ ঢাকা পোশাক পরার কোনো দরকার নেই।  বিলেতের দ্য গার্ডিয়ান পত্রিকা শেখ মুতলাকের এই বক্তব্যকে ''দেশটিতে চলমান সুদুরপ্রসারি উদারিকরণ প্রক্রিয়ার সর্বশেষ লক্ষণ’’ হিসেবে বর্ণনা করেছে

গত শুক্রবার প্রচারিত একটি টিভি অনুষ্ঠানে শেখ মুতলাক বলেন, “আমাদের উচিত হবে না মানুষকে (নারীদের) আবায়াপড়তে বাধ্য করা’’

এটা শেখ মুতলাকের ব্যক্তিগত অভিমত, সৌদি সরকারের নয়এ সত্ত্বেও নারীদের সর্বাঙ্গ ঢাকা পোশাক পরার বাধ্যবাধকতা তুলে নেবার পক্ষে এই বক্তব্যটি যেহেতু রাষ্ট্রীয় আলেম পরিষদের সবচেয়ে প্রভাবশালী সদস্যের, সেহেতু একে সৌদি সরকারের প্রচ্ছন্ন ইচ্ছার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছেযদিও সরকার এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি

প্রসঙ্গত, প্রথিবীর সবচেয়ে কঠোর বিধিনিষেধের দেশ সৌদি আরবে নারীরা জনসমক্ষে সর্বাঙ্গ ঢাকা পোশাক বা আবায়াপরিধান করতে আইনত বাধ্য। 

শেখ মুতলাকের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে সমর্থন ও বিরোধিতার হিড়িক পড়ে গেছেঅনেক উদারপন্থি আলেম তার এই বক্তব্যকে খোলামনে স্বাগত জানিয়েছেন, যা আগের বাদশাহদের আমলে ছিল অকল্পনীয়

একজন সৌদি নাগরিক টুইটারে মন্তব্য করেছেন: ‘‘নারীর সতীত্ব বা নৈতিকতাকে এক টুকরো কাপড় দিয়ে মাপা যেতে পারে না!’’


শেয়ার করুন

0 facebook: