11 February 2018

পাকিস্তান জিন্দাবাদ, স্লোগান! ভারতীয় বিধানসভায়!


আন্তর্জাতিক ডেস্কঃ 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের বিধানসভায়৷ ন্যাশনাল কনফারেন্সের নেতা মুহাম্মদ আকবর লোন এ স্লোগান দেন৷ বিজেপির পাকিস্তানবিরোধী স্লোগানের বিরুদ্ধে তিনি 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেন বলে সাংবাদিকদের জানিয়েছেখবর কলকাতা২৪এর

মুহাম্মদ আকবর লোন বলেন, আমি আগে একজন মুসলিম৷ যখন ওরা (বিজেপি) পাকিস্তান মুর্দাবাদ স্লোগান তোলে, আমার অনুভূতিতে আঘাত লাগে৷ আমি আমার মনোভাব আটকাতে পারিনি৷ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তুলেছি৷

কিছুদিন আগে পাকিস্তান জিন্দাবাদ না বলায় এক যুবককে খুনের অভিযোগ উঠেছিল৷ অভিযোগ, ওই যুবককে দিয়ে জোর করে পাকিস্তান জিন্দাবাদ বলানোর চেষ্টা করানো হয়েছিল৷ সে বলতে চায়নি৷ তারপরেই তাকে গুলি করা হয়৷ তবে রিপোর্টে প্রকাশ, এলাকায় সংঘর্ষের মাঝে চলা গুলিতে মারা যায় ওই যুবক৷

গত বছর অক্টোবরের মাঝামাঝি বিহারের পশ্চিমাঞ্চলে একটি মিছিলে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠে৷ প্রায় ১০০ লোক সেই মিছিলে পাকিস্তান লেখা টি-শার্ট পরে হাঁটে৷ মিছিলে পারফর্মও করে তারা৷ পারফর্ম করতে করতে হঠাৎই পাকিস্তান জিন্দাবাদ বলে চেঁচিয়ে ওঠে৷ ঘটনায় সম্পূর্ণ গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷


শেয়ার করুন

0 facebook: