12 February 2018

সামরিক অভিযানে মিসরে নিহত ১৬ সন্ত্রাসী


আন্তর্জাতিক ডেস্কঃ সিনাই উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে ১৬ সন্ত্রাসীকে হত্যা করেছে এবং আরও ৩০ জনের বেশি সন্ত্রাসীকে আটক করেছে বলে জানিয়েছে মিসরের সেনাবাহিনী

সেনা মুখপাত্র কর্নেল তামের রিফাই জানিয়েছেন, সন্ত্রাসীদের বেশ কিছু ঘাঁটি, পরিবহন, অস্ত্র ভান্ডার এবং যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে

এক বিবৃতিতে রিফাই বলেন, সন্ত্রাসীদের ব্যবহৃত ৬৬টি লক্ষ্য ধ্বংস করেছে বিমান বাহিনীসিনাই উপত্যকা থেকে সন্ত্রাসীদের হটাতে দেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী শুক্রবার যৌথভাবে অভিযান শুরু করে

গত বছরের নভেম্বরে সিনাই প্রদেশের উত্তরাঞ্চলে বির আল আবেদ এলাকার একটি মসজিদে হামলার ঘটনায় কমপক্ষে ২৩৫ জন নিহত হয়এরপর থেকেই দেশে সন্ত্রাসী বিরোধী অভিযান শুরু হয়আগামী মাসে মিসরে নির্বাচন অনুষ্ঠিত হবেনির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে


শেয়ার করুন

0 facebook: