স্বদেশবার্তা ডেস্কঃ জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর রহমান হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে ৪ জনকে যাবজ্জীবন এবং আরও ৪ জনকে খালাস দেওয়া হয়েছে।
ঢাকার ৪নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার সোমবার ৭ বছর আগে দায়ের করা এ রায় ষোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রমজান আলী ওরফে রমজান ও টিপু ওরফে হীরা। অন্যদিকে, যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন হাসানুর রহমান রুবেল, মিনহাজ, শহীদ মোস্তফা ও জাহিদুল ইসলাম। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে রমজান ও রুবেল পলাতক।
এছাড়া আইয়ুব আলী, নুরুল আলম সিদ্দিকী, সোহাগ হোসেন হাওলাদার ও ইয়াকুব আলী নামে ৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার এজহার থেকে জানা যায়, ২০১১ সালের ১ জানুয়ারি রাতে এক সমঝোতা বৈঠকে খলিলুরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী হাছিনা পারভীন মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দুই বছর পর ২০১৩ সালের ৩১ জুলাই ১০ জনেকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন ডিবি পুলিশ।
0 facebook: