13 February 2018

ট্রাম্প-কিম উন একসঙ্গে হাজির অলিম্পিক আসরে


আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যকার সম্পর্ক কেমন তা হয়তো নতুন করে বলার অবকাশ নেইযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম উনকে উন্মাদ বলে কেবলই দাঁড়িয়েছেনওপাশ থেকে তা শুনে সঙ্গে সঙ্গেই এর প্রতিক্রিয়ায় ট্রাম্পকে পাগল বলে ঘোষণা দিলেন কিম জং উন

একজনের হুঙ্কার, তা শুনে আরেকজনের ডাবল স্ট্রেন্থহুঙ্কারআমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব নেয়ার পর থেকে মোটামুটি এভাবেই চলছে দুই প্রেসিডেন্টের নেতাগিরি

কিন্তু দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠানরত শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী আসরে মিডিয়াস্থলে হঠাৎ হাজির হলেন দুজন! সেটা আবার কোলাকুলি অবস্থায়ক্যামেরা হাতে সেখানে তখন উপস্থিত শত শত সাংবাদিকতারাও অবাকপ্রাথমিক বিস্ময়ের ধাক্কা সামলে সচল হলো সবার হাতে থাকা ক্যামেরা দা-কুমড়ো সম্পর্কের দুই নেতাকে একসঙ্গে অলিম্পিক আসরে দেখে উপস্থিত দর্শকরা তো অবাককেমনে কী! ঘোর কাটার আগেই করতালিতে ভরে গেলদৌড়ে এলো নিরাপত্তারক্ষীরাতারা কিম জং উন আর ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ধরে সরিয়ে নিতে থাকলো দূরে

হ্যাঁ, এরাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর উত্তর কোরীয় প্রেসিডেন্ট কিম জং উনের অবিকল চেহারা ও আকৃতির মানুষইংরেজিতে যাকে বলে লুক অ্যালাইক

চেহারা, গায়ের রঙ, উচ্চতা, পোশাক-আশাক, চলনভঙ্গি আর চাহনি সবই ট্রাম্প আর কিমের হুবহু অনুরূপপরে অবশ্য ট্রাম-কিমদুজনই গিয়ে বসলেন দর্শকসারিতেকারণ আগেভাগেই টিকেট কেটে নিয়েছিলেন তারাতবে তাদের সঙ্গে সেলফি তুলতে ভুল করেননি উপস্থিত দর্শকরাখবর এনডিটিভি


শেয়ার করুন

0 facebook: