স্বদেশবার্তা ডেস্কঃ ফের বিএনপির অবস্থান
কর্মসূচির ভেন্যু পরিবর্তন হয়েছে, আজ মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে
রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে অবস্থান কর্মসূচি হওয়ার কথা থাকলেও তা এখন নয়াপল্টনে
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নয়াপল্টনে
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করবে।
এর আগে প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান
কর্মসূচির কথা জানানো হলেও পরে তা পরিবর্তন করে রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন প্রাঙ্গণে
হওয়ার কথা জানায় দলটি। কিন্তু সেখানেও পুলিশের অনুমতি না পাওয়ায় নয়াপল্টনে কেন্দ্রীয়
কার্যালয়ের সামনে অবস্থান করার ঘোষণা দেয় বিএনপি।
0 facebook: