![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ ১০ হাজারের
বেশি চাকরি প্রার্থীর অংশগ্রহণে খুলনায় আজ মঙ্গলবার শেষ হচ্ছে দুইদিনব্যাপী 'বিডিজবস' চাকরি মেলা। ঢাকা ও খুলনার ৪০টি নিয়োগকারী প্রতিষ্ঠানের তিন
শতাধিক খালি পদে নিয়োগের লক্ষ্য নিয়ে খুলনায় সবেচেয়ে বড় জব ফেয়ার আয়োজন করে
প্রতিষ্ঠানটি।
দেশের
শীর্ষস্থানীয় জব পোর্টাল বিডিজবস তৃতীবারের বারের আয়োজন করেছে এই চাকরির মেলা। চাকরি মেলাটি অনুষ্ঠিত হচ্ছে খুলনা শহরের ক্রীড়া
পরিষদ জিমনেশিয়াম প্রাঙ্গনে।
সোমবার মেলার
আনুষ্ঠানিক উদ্ভোধন করেন খুলনা শহরের জেলা প্রশাসক মোহাম্মদ আমিন উল আহসান। এ সময় উপস্থিত ছিলেন বিডিজবসের চিফ কমার্সিয়াল
অফিসার প্রকাশ চৌধুরী এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সোমবার সারাদিন
চাকরি প্রার্থীরা তাদের জীবন বৃত্তান্ত জমা দেয় নিয়োগকারীদের বুথে এবং আজ
মঙ্গলবার সেগুলো বাছাই করে অনুষ্ঠতব্য 'ইন্টারভিউ'-র জন্য ডাকা হবে প্রার্থীদের।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: