15 February 2018

এসএসসি প্রশ্নফাঁসঃ ফেইসবুক পেইজ-গ্রুপ অ্যাডমিনদের খোঁজে পুলিশ


স্বদেশবার্তা ডেস্কঃ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম জানিয়েছেন, প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে বিভিন্ন ফেইসবুক পেইজ ও গ্রুপ পরিচালনাকারী ১৬ জনকে গ্রেপ্তার করেছেন তারাদুই দফায় রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে

যেসব ফেইসবুক পেইজ ও গ্রুপ থেকে প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেগুলো শনাক্তে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা

গত বছর নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত প্রাথমিক ও অষ্টম শ্রেণি সমাপনী পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে তা বিভিন্ন ফেইসবুক গ্রুপ-পেইজে ছড়িয়ে পড়েএরপর সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েও ফল হয়নি

গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসির প্রতিটি পরীক্ষার সকালে বিভিন্ন ফেইসবুক পেইজ, মেসেঞ্জার গ্রুপ ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ছে প্রশ্ননানামুখী উদ্যোগেও ফল না আসায় সরকারের একজন মন্ত্রী ও শিক্ষা সচিব বলেছেন, প্রচলিত পদ্ধতিতে প্রশ্ন ফাঁস রোধ করা সম্ভব নয়

তবে প্রশ্ন ফাঁসকারীদের ধরতে গোয়েন্দা পুলিশের কার্যক্রমে নেতৃত্ব দেওয়া শেখ নাজমুল আলম বলছেন, এর শেষ দেখে ছাড়বেন তিনি

আগামী এপ্রিলে এইচএইসসি পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ফাঁসের হোতা পর্যন্ত পৌঁছানোর আশা প্রকাশ করে তিনি  বলেন, কিছুতেই এই সমস্যাকে মহামারীর আকার নিতে দেওয়া যাবে না

প্রশ্ন ফাঁসে জড়িত যে কোনো পেইজের খোঁজ পাওয়া মাত্র ব্যবস্থা নিচ্ছি আমরাপ্রতিটি গ্রুপ ও পেইজ থেকে প্রশ্ন ফাঁসকারীকে একে একে ধরা হবে


শেয়ার করুন

0 facebook: