17 February 2018

বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে নাঃ নাসিম


স্বদেশবার্তা ডেস্কঃ আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে, বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মুহম্মদ নাসিম

শুক্রবার বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ে আচমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে ৬ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে-নির্বাচন কমিশন রেফারি থাকবে, আর সেখানে গোল দিবে শেখ হাসিনাদেশে গণতন্ত্র আছে বলেই শ্রমিক-কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়েছেউন্নত দেশে যেভাবে নির্বাচন হয়, তেমনি বাংলাদেশেও নির্বাচন হবে ২০১৮ সালের ডিসেম্বর মাসে

১৪ দলের মুখ্যপাত্র বিএনপির উদ্দেশ্যে আরো বলেন, খেলা হবে মাঠেনির্বাচনে অংশ নিনখেলার মাঠে আর কোনো ফাউল করবেন নাজনগণ যাকে ভোট দেয়, আমরা তা মেনে নিবোকাউকে জেলে রেখে আমরা নির্বাচন থেকে বিরত রাখতে চাই না

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনি আদালতের আশ্রয় নিনআদালত যদি আপনাকে মুক্ত করে দেয়, তাতে আমাদের কোনো আপত্তি নেইআওয়ামী লীগ কখনই প্রতিহিংসার রাজনীতি করে নাসংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ওবায়দুর রহমান খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই আলম চৌধুরী, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক দিলীপ কুমার দাস, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আব্দুল আল-মামুনসহ অন্যরাবাসস


শেয়ার করুন

0 facebook: