![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হায়দ্রাবাদ শহরে দেশটির বিশিষ্ট আলেম ও মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি করেছে পশ্চিমা দেশগুলো এবং এ গোষ্ঠী পবিত্র ইসলাম ধর্মের নামে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি ছাড়া আর কিছুই করেনি। তিনি বলেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি
করে পশ্চিমারা এসব দেশে দখলদারিত্ব কায়েম করেছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, নানা পার্থক্য থাকলেও ইরাক ও
সিরিয়ায় শত শত বছর ধরে মুসলমানরা ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল। কিন্তু দায়েশ সৃষ্টির মাধ্যমে
ধর্মীয় ভিন্নতার নামে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে। প্রেসিডেন্ট রুহানি ভারতকে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের
বাসবাসের ক্ষেত্রে এক জীবন্ত ‘জাদুঘর’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন,
ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রথম থেকেই ধর্মীয় ঐক্য ও স্বাধীন
নীতি গ্রহণের আহ্বান জানিয়ে আসছে। ‘ইরান পূর্বমুখী নীতি’ অনুসরণ করার পাশাপাশি যুদ্ধ ও
সহিংসতা অবসানের জন্য আঞ্চলিক দেশগুলোর পাশে রয়েছে বলেও তিনি জানান। ড. হাসান রুহানি জোর দিয়ে বলেন, মুসলিম দেশগুলোর সমস্যা অস্ত্র ও সামরিক উপায়ে সমাধান করা যাবে না বরং এজন্য
যৌক্তিক সংলাপ শুরু করা জরুরি। তিনি সুস্পষ্ট করে বলেন, আমরা কোনো মুসলিম দেশ কিংবা
আঞ্চলিক বা বন্ধু দেশের সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে চাই না।
প্রেসিডেন্ট
রুহানি তিনদিনের সফরে বৃহস্পতিবার ভারতের হাযদারাবাদ শহরে পৌঁছেছেন এবং সন্ধ্যায়
তিনি সেখানে এ বক্তব্য দেন। তার সঙ্গে রয়েছে ২১ সদস্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধিদল। সফরে বহুসংখ্যক বাণিজ্যিক ও
অর্থনৈতিক চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। শনিবার তিনি ভারতের
প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ভারত পৌঁছেছেন ড. রুহানি;
সই হবে ১৫ চুক্তি ও সমঝোতা স্মারক ইরানের প্রেসিডেন্ট ড. হাসান
রুহানি তিন দিনের সফরে বৃহস্পতিবার ভারত পৌঁছেছেন। হায়দারাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন
তেলাঙ্গানা রাজ্যের গর্ভনরসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় হায়দারাবাদে বসবাসকারী বিপুল সংখ্যক ইরানিও
তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
ড. রুহানি
হায়দারাবাদে দুই দিন অবস্থান করবেন। সেখানে তিনি ভারতের আলেমদের সঙ্গে বৈঠকের পাশাপাশি হায়দারাবাদ জামে মসজিদে
জুমার নামাজ আদায় করবেন এবং সেখানে সমবেত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
শনিবার তিনি
ভারতের রাজধানী নয়া দিল্লি যাবেন। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। শনিবার নয়া দিল্লি পৌঁছেই দেশটির প্রেসিডেন্ট রামনাথ
কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী
সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করার পাশাপাশি
আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা হবে বলে ভারতের পক্ষ থেকে এক বিবৃতিতে
জানানো হয়েছে।
প্রেসিডেন্ট
হাসান রুহানির নয়াদিল্লি সফর সম্পর্কে ভারতের দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস লিখেছে,
এ সফরে ইরানের চবাহার বন্দর উন্নয়নে দু’দেশের মধ্যে ৫০ কোটি ডলারের চুক্তি হতে পারে। সেইসঙ্গে সাগরের তলদেশে
পাইপলাইন স্থাপনের মাধ্যমে ইরানের গ্যাস ভারতে আনার সম্ভাব্যতা নিয়েও আলোচনা হবে। রুহানির ভারত সফরের সময় দুই
দেশের মধ্যে অন্তত ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: