19 February 2018

মরার রাত আধার, সরকারের ও মরার সময় হয়েছেঃ নজরুল ইসলাম খান


স্বদেশবার্তা ডেস্কঃ মরার রাত আধার বা মরণকালে নাকি সব ভুল হয়ে যায়এ সরকারেরও সব ভুল হয়ে যাচ্ছেখালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে তারা যা আশা করেছিল তা হয়নিবিএনপি শান্ত থাকায় তারা প্রতিহিংসার আগুনে জ্বলছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাসাস আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

নজরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া কোনো অপরাধ করেননি, কোনো দুর্নীতি তাকে স্পর্শ করেনিজিয়া অরফানেজ ট্রাস্টের সঙ্গে তার কোনো সম্পর্ক নেইতবুও প্রতিহিংসাবশত তাকে সাজা দেওয়া হয়েছেতিনি ন্যায় বিচার পাননিআশা করি উচ্চ আদালতে বিচার পাবেননা পেলেও সমস্যা নেই তিনি আগে দেশনেত্রী ছিলেন, কারাগারে গিয়ে দেশ মাতা হয়েছেন

জাসাস সভাপতি ড. মামুন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক চিত্র নায়ক হেলাল খান, সহ-সভাপতি শিবা সানু প্রমুখ

পরে নজরুল ইসলাম খান গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন


শেয়ার করুন

0 facebook: