19 February 2018

কারো ব্যক্তিগত অপরাধের দায় সম্পূর্ণ বাহিনী নেবে নাঃ আইজিপি


স্বদেশবার্তা ডেস্কঃ বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীর কোনো সদস্যের ব্যক্তিগত অপরাধের দায়ভার প্রতিষ্ঠান বহন করবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মুহম্মদ জাবেদ পাটোয়ারী।

কোনো সদস্যের বিরুদ্ধে ব্যক্তিগত অপরাধের অভিযোগ প্রমাণিত হলে তাকে ছাড় দেয়া হবে নারোববার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক ক্রাইম কনফারেন্সে তিনি এসব কথা বলেন আইজিপি বলেন, ‘থানাকে সেবা প্রদানের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইকোনো সাধারণ ও নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবেমানুষের সঙ্গে ভাল আচরণ করতে হবেতাদের সমস্যা ও অভাব-অভিযোগ শুনতে হবেদিনব্যাপী এ কনফারেন্সে সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপাররা উপস্থিত ছিলেনকনফারেন্সে ২০১৭ সালের ৪র্থ কোয়ার্টারের (অক্টোবর-ডিসেম্বর ২০১৭) অপরাধবিষয়ক পর্যালোচনাসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়

ড. মুহম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে সব পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে হবেসবার আন্তরিক সহযোগিতায় একটি নিরাপদ বাংলাদেশ গঠন করতে সক্ষম হবতিনি বলেন, ‘জঙ্গিবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশের অনন্য অবদান রয়েছেবর্তমানে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছেজঙ্গিরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সজাগ ও সতর্ক থাকতে হবেজঙ্গিবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে হবেপুলিশ প্রধান বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য বড় চ্যালেঞ্জঅগ্রাধিকার ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণে কাজ করার জন্য তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেনতিনি আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় আমরা মাদক নিয়ন্ত্রণে সক্ষম হবতিনি বলেন, ‘আসন্ন কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে হবেযাতে এ নিয়োগ নিয়ে কোনো ধরনের অভিযোগ না উঠেসবাই মিলে চেষ্টা করলে আমরা সুষ্ঠুভাবে কনস্টেবল নিয়োগ সম্পন্ন করতে পারব

সভায় অক্টোবর-ডিসেম্বর ২০১৭ কোয়ার্টারের সার্বিক অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সময়ে সারা দেশে ৫২ হাজার ৪৪৬টি মামলা রুজু হয়েছে, যা গত জুলাই-সেপ্টেম্বর ২০১৭ সময়ের তুলনায় কম

আলোচ্য সময়ে সারা দেশে খুন, নারী ও শিশু নির্যাতন, চোরাচালান, সড়ক দুর্ঘটনা, গাড়ি চুরির মামলা গত কোয়ার্টারের তুলনায় কমেছে


শেয়ার করুন

0 facebook: