স্বদেশবার্তা ডেস্কঃ নৌকার মনোনয়ন নিয়ে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার আসনের (সুনামগঞ্জ-৫) এমপি পদে লড়বেন জাহাঙ্গীর। সংবাদ সম্মেলন
করে এমনটাই ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে, সংবাদ সম্মেলনের ২৪ঘন্টা পেরুনোর
আগেই গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে।
ছাতকের চেচাং গ্রামের
আবদুল লতিফের পুত্র টি এইচ এম জাহাঙ্গীরকে রোববার রাতে সিলেট নগরীর সড়ক ও জনপথের
বাংলোর ৪ নং রুম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার
ওসি আতিকুর রহমান।
তিনি জানান,
তার
বিরুদ্ধে মোটর যান আইনে ২ মাসের সাজা হয়। মামলাটি ২০০৮ সালের। যার নং ২/২০০৮। তিনি
দীর্ঘদিন পালিয়ে ছিলেন। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সমর্থ হয়।
উল্লেখ্য –
গত
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটে সংবাদ সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধু গবেষণা সংসদের
সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর সুনামগঞ্জ-৫ আসন থেকে নৌকার মনোনয়ন পেতে অভিপ্রায়
ব্যক্ত করেন।
0 facebook: