20 February 2018

১ টাকা কেজিতে বিক্রি হচ্ছে টমেটো


হামিদুর রহমানমাধবপুর(হবিগঞ্জ) থেকেঃ টমেটোর দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ার বাম্পার ফলনের আনন্দ বেদনায় রুপ নিয়েছে হবিগঞ্জ জেলার মাধবপুরের টমেটো চাষীদের

বর্তমানে চাষিরা প্রতি কেজি টমেটো পাইকারদের কাছে বিক্রি করছেন ১ টাকায়মাধবপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,চলতি বছর জেলার মাধবপুর উপজেলায় ২৫০ হেক্টও জমিতে টমেটোর আবাদ হয়েছেঅনুকূল আবহাওয়ার কারণে টমেটোর বাম্পার ফলন হয়েছেউৎপাদনের লক্ষ্যমাত্রা ২২০ হেক্টর নিধারর্ণ করলেও ফলন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হেক্টর বেশি

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ,বোরো মৌসুম শুরু হওয়ায় কিছু কিছু মাঠে এখন ধানের চারা লাগানোর তোড়জোড় শুরু হয়েছেএছাড়া স্থানীয় ভাবে টমেটো সংরক্ষণাগার(হিমাগার) না থাকায় ক্ষেত থেকেই চাষিরা টমেটো কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন

এতে করে বাম্পার ফলন হলেও কম পাচ্ছেন চাষিরাফলে টমেটো চাষ করে লসে পড়তে হচ্ছে চাষিদেরটমেটো চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে,প্রায় ১মাস ধরে জমি থেকে টমেটোর তোলা শুরু হয়েছেপ্রথম ২ সপ্তাহ দাম প্রতি কেজি ১৫ থেকে ২০ টাকা করে পাওয়ায় খুশি ছিল চাষিরা

কিন্তুু পরের সপ্তাহে ১০ টাকা,এরপর ৭ টাকা নেমে আসে বর্তমানে টমেটোর দাম প্রতি কেজি ১টাকা ও উন্নতমানের টমেটো সর্ব্বোচ ২ টাকায় নেমে গেছেচাষিরা নাম মাত্র মূল্যে টমেটো বিক্রি করছেনএতে টমেটো বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে চাষিদের

মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের কৃষক আবুল খায়ের বলেন,গতকাল রবিবার ক্ষেত থেকে ২ টাকা করে টমেটো বেচতাছিধান লাগাইতে টাকা লাগবো,তাই কম দামে বেচন ছাড়া উপায় নাই

একই ইউনিয়নের রাজনগর গ্রামের কৃষক ফরিদ মিয়া জানান,টমেটো চাষ করে ভালো ফলন হয়েছেকিন্তুু ভালো দাম পাচ্ছি নাকিস্তিতে টাকা তুলে অন্যের দেড় বিঘা ধার নিয়ে টমেটো চাষ করেছিটমেটো ভালো হয়েছিলকিন্তুু টমেটোর দাম খুবই কমমনে হচ্ছে টমেটো বিক্রি করে কিস্তির টাকা পরিশোধ করা সম্ভব হবে নাবড়ই চিন্তায় আছি

মাধবপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা অর্ধেন্দু দেব অসিত বলেন,চলতি বছর পর্যাপ্ত সার অনুকুল পরিবেশ পাওয়ায় গত বছরের চেয়ে এ বছর টমেটোর বাম্পার ফলন হয়েছেকিন্তুু কৃষকরা ভালো দাম পাচ্ছে না

আমাদের পরামর্শ হল,যদি স্থানীয় ভাবে টমেটো সংরক্ষণাগার করা যায়,অথবা চাষিদের সংরক্ষণ প্রযুক্তিটা বুঝাতে পারা যায় বা সংরক্ষণ করে কিছু দিন পরে বিক্রি করতে পারলে চাষিদের ন্যায্যমূল্য পাওয়ার সম্ভবনা রয়েছেদ্বিতীয়ত কোনো আগ্রহী ব্যক্তি টমেটো প্রসেসিং করার জন্য যদি বিভিন্ন খাবার তৈরি করার জন্য এগিয়ে আসেন,তবে কৃষকরা ন্যায্য মূল্য পাওয়ার সম্ভবনা রয়েছেমাধবপুর উপজেলার ৭০ ভাগ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত

এখানে সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সবজির চাষ করা হয় হিমাগারের সংরক্ষনের ব্যবস্থা না থাকায় উৎপাদন হওয়া এই সবজি কম দামে বিক্রি করে দিতে হয়মৌসুমে শুধু সংরক্ষণের অভাবে প্রায় বিরাট একটি অংশ সবজি পচে নষ্ট হচ্ছেমাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন,একটি হিমাগার স্থাপন করা হলে এই উপজেলার কৃষকরা উপকৃত হবেনবর্তমান সরকার কৃষকদের স্বার্থে কাজ করছে

গতকাল বুধবার বলেন, বর্তমান সরকার কৃষকদের স্বার্থে কাজ করছেআশা করি দ্রুতই একটি হিমাগার নিমার্ণ করে সরকার এই উপজেলা বাসীর দীর্ঘ দিনের দাবির বাস্তবায়ন ঘটাবেন

মাধবপুরে ২ ডাকাত গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে মওলানা নুরুজ্জামান হুজুরের বাড়িতে ও পানিহাতা রাস্তায় ডাকাতির ঘটনায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ ডাকাতকে গ্রেফতার করেছেমাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোর রাতে গাঙ্গাইল গ্রাম থেকে জারু মিয়া (৪০) কে গ্রেফতার করেজারু মিয়া গত ১৮ই আগষ্ট একদল ডাকাত নিয়ে মনতলা নুরুজ্জামান হুজুরের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নেয়

এছাড়া থানার এসআই আক্তারুজ্জামান জানান, মনতলা পানিহাতা গ্রামে ব্যবসায়ী আশুতোষ দেবনাথের মোটর সাইকেল ছিনিয়ে নেওয়া ও ডাকাতির ঘটনায় পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আশিকুর মিয়া (১৮)কে গ্রেফতার করে


রোববার সন্ধ্যায় আশিকুরকে তেলিয়াপাড়া চা বাগান থেকে গ্রেফতার করা হয়ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ট্রেক করে এর আগে এক্তিয়ারপুর গ্রামের ডাকাত ইয়াছিনকে গ্রেফতার করা হয়মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেফতার ২ ডাকাতকে আদালতে সোপর্দ করলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়


শেয়ার করুন

0 facebook: