20 February 2018

ইসরাইল-পোল্যান্ড সম্পর্কে টানাপড়েন শুরু তেল আবিবে সন্ত্রাসী হামলায়


আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের রাজধানী তেল আবিবে অবস্থিত পোল্যান্ডের দূতাবাসে হামলা করেছে সন্ত্রাসীরাএ ঘটনার ব্যাখ্যা চেয়েছে পোলিশ সরকারকথিত হলোকাস্ট বা ইহুদি নিধনযজ্ঞ সম্পর্কিত বক্তব্যের জের ধরে যখন পোল্যান্ড ও ইসরাইলের মধ্যে টানাপড়েন চলছে তখন এই হামলার ঘটনা ঘটল

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের প্রধান আর্থার লোমপার্ট জানান, রোববার কিছু অচেনা লোক দূতাবাস ভবনে হামলা চালায় এবং ভবনের গেইটে একটি স্বস্তিকা বা নাৎসীবাদের প্রতীক ছুঁড়ি মারেএ ধরনের ঘটনা কেন ঘটেছে তার ব্যাখ্যা চেয়েছে পোল্যান্ডপাশাপাশি দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেবিষয়টি নিয়ে এরইমধ্যে ইসরাইলি পুলিশ তদন্তে নেমেছে বলে জানান লোমপার্ট

এর আগের দিন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউইকি বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে কথিত হলোকাস্ট বা ইহুদি নিধনযজ্ঞ চলেছে তাতে খোদ ইহুদিরা জড়িত ছিলইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বক্তব্যের তীব্র নিন্দা করেছেন গত সপ্তাহে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুগা বলেছিলেন, তিনি একটি আইনে সই করবেন যা হলোকাস্টের পক্ষে বক্তব্য দেয়াকে অপরাধ হিসেবে সাব্যস্ত করবেপাশাপাশি ইউক্রেনের জাতীয়তাবাদী আদর্শের পক্ষে প্রচারণা চালানোকেও অপরাধ হিসেবে গণ্য করবে এই আইনএ আইনের আওতায় অপরাধীদের জরিমানা ও সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড দেয়া যাবেআইনের বিলটি এরইমধ্যে পোল্যান্ডের সিনেটে পাস হয়েছেসম্ভাব্য এ আইনের বিরুদ্ধে সমালোচনা করেছে ইসরাইল, আমেরিকা ও ইউক্রেন


শেয়ার করুন

0 facebook: