20 February 2018

বিজেপি গুজরাটের পৌর নির্বাচনে ৭৫ আসনের ৪৭টি পেয়েছে!


আন্তর্জাতিক ডেস্কঃ কোনো দলের এটাই সর্বোচ্চ সংখ্যক আসনপ্রাপ্তি। তবে এবার বিজেপির আসনসংখ্যা ২০১৩ সালের চেয়ে কমেছে। সেবার ৭৯ আসনের মধ্যে ৫৯টি পেয়েছিল তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটের পৌরসভা নির্বাচনে ৭৫টি আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি কেবল ৪৭টি আসনেই জয়ী হয়েছে

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গুজরাটে গত শনিবার অনুষ্ঠিত ৭৫টি পৌরসভা, দুটি জেলা পঞ্চায়েত এবং তালুক নির্বাচন অনুষ্ঠিত হয়পৌর নির্বাচনে বিজেপির পর সবচে বেশি ১৬টি আসন পেয়েছে কংগ্রেস৬টি আসনে কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠ ভোট পাননি৪টি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা আর বাকি দুটি জিতেছে অন্য দলগুলো

২০১৩ সালের তুলনায় কংগ্রেসের আসনসংখ্যা কিছুটা বেড়েছেসেবার তারা পেয়েছিল ১১টি আসনপরে  ৫টি আসন তাদের হাতছাড়া হয়ে যায়এই পাঁচ আসনে বিজয়ী কংগ্রেসী প্রার্থীরা বিজেপিতে নাম লেখানোর কারণে। 

গত ডিসেম্বর মাসে রাজ্য বিধানসভায় বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে হতাশাজনক ফলাফল করায় পৌরসভা নির্বাচনে ভালো করার জন্য মরিয়া ছিল বিজেপিতবে পৌর নির্বাচনের ফলাফল  বিজেপির জন্য আশানুরূপ হয়নি

উল্লেখ্য, রাজ্য বিধানসভায় বিজেপি টানা পাঁচবার বিজয়ী হলেও কংগ্রেসের সঙ্গে তাদের হাড্ডাহাডি লড়াই করতে হয়েছেব্যবধানও দিনকে দিন কমছে


শেয়ার করুন

0 facebook: