আন্তর্জাতিক
ডেস্কঃ মঙ্গলবার ইরানে বিধ্বস্ত হওয়া বিমানের ৩০ আরোহীর লাশ চিহ্নিত
করা গেছে। পর্বতারোহী ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর জানিয়েছে,
৩০টি
লাশের মধ্যে ১৫টি শনাক্ত করা সম্ভব হবে।
ধারণা করা হচ্ছে,
বিধ্বস্ত
বিমানটি হিমবাহের নিচে চাপা পড়েছে। এছাড়া, পর্বতের সাড়ে চার হাজার
মিটার উপরে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম মারাত্মক রকমের কঠিন হয়ে পড়েছে। কারণ
যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে পাহাড়ের সে জায়গাটি অত্যধিক ঢালু। পাশাপাশি দুই
মিটার উচ্চতার বরফ পড়ে রয়েছে সেখানে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: