22 February 2018

মাদক ঠেকাতে ২০ হাজার মানুষ হত্যা করেছেন ফিলিপাইন প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ক্ষমতায় আসার পর মাদকের বিরুদ্ধে  যুদ্ধের নামে  হত্যা করা হয়েছে ২০ হাজার মানুষকেবুধবার এমনটা বললেন দেশটির বিরোধীদলীয় এক সিনেটরখবর আল-জাজিরা

বিরোধীদলীয়  সিনেটর অনটোনিও ট্রিলানেস বলেন, দুতার্তে প্রশাসনের নিজস্ব প্রতিবেদনে তিন হাজার ৯৬৭ মাদক বিক্রেতাকে হত্যার কথা স্বীকার করেছে২০১৬ সালের ১ জুলাই থেকে ২০১৭ সালের ২৭ নভেম্বরের মধ্যে এসব হত্যাকাণ্ড ঘটেছে প্রতিবেদনে বলা হয়, পুলিশ গ্রেপ্তার করতে গেলে বাধা দেয়ায় তাদের হত্যা করা হয়েছে
এছাড়া ২০১৬ সালের ১ জুলাই থেকে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১৬ হাজার ৩৫৫ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছেএসব হত্যাকাণ্ডের তদন্ত চলছে

প্রতিবেদনে বলা হয়েছে, ১১ লাখ আট হাজার ২৮৭ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছেএকই সময়ে ১৩ লাখ আট হাজার ৭৮ জন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন

অবৈধ মাদকের বিরুদ্ধে যুদ্ধ : সঠিক সংখ্যা নামে একটি প্রতিবেদন থেকে এসব তথ্য নেয়া হয়েছে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদক বিক্রেতারা আত্মসমর্পণ করার পরও তাদের হত্যার শিকার হতে হয়েছেএমনকি শিশুরাও হত্যাকাণ্ডের হাত থেকে রেহাই পায়নি


বিরোধীদলীয় এক সিনেটর ট্রিলানেস বলেন, এসব হত্যা কেবল মাদকের কারণেই ঘটছে, তাতে কোনো ভুল নেইসন্দেহভাজন মাদক বিক্রেতাদের ধরতে দুতার্তে প্রশাসন সঠিক উপায় অবলম্বন করেনিযে কারণে এত হত্যার ঘটনা ঘটেছে


শেয়ার করুন

0 facebook: